News update
  • Bangladesh GDP to Grow 5% in 2026 Amid Rising Price Pressures     |     
  • Thousands Rally at Chattogram Polo Ground Ahead of Polls     |     
  • Gas Shortages Hit Households as Prices Soar in Dhaka     |     
  • Tarique in Chattogram for second phase of election campaign     |     
  • US seeks to befriend Jamaat-e-Islami, reports Washington Post     |     

নিকোলাই আলেকসেইভিচ অস্ট্রোভস্কির ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2024-09-24, 2:52pm

fggtew-ee4cc77cc0e24be371e92080e20cf6331727167953.jpg




ঢাকাস্থ রাশিয়ান হাউস সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় মহান সোভিয়েত লেখক নিকোলাই আলেক্সেভিচ অস্ট্রোভস্কির ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের ২৩ সেপ্টেম্বর  আয়োজন করে।

অনুষ্ঠান শুরুর আগে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক, জনাব পি. দভইচেনকভ, কয়েকটি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের রাশিয়ান হাউসের বৈজ্ঞানিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রম, যেমন রুশ ভাষার কোর্স এবং রাশিয়ায় উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে জানিয়ে দেন।

ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক জনাব পি. দভইচেনকভ তার উদ্বোধনী ভাষণে বিশিষ্ট সোভিয়েত লেখক নিকোলাই আলেক্সেয়েভিচ অস্ট্রোভস্কির কথা আলোচনা করেন, যার ব্যক্তিগত বীরত্ব এবং কালজয়ী কাজ লক্ষ লক্ষ ছেলে ও মেয়ের জীবন নির্বাচনে পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে।

নিকোলাই অস্ট্রোভস্কি সত্যিই একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। তিনি একটি গুরুতর অসুস্থতায় তাকে পরাজিত হতে দেননি; পরিবর্তে, তিনি জীবনে নিজের জায়গা খুঁজে পেয়েছিলেন এবং বিখ্যাত উপন্যাস "হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পারড" তৈরি করেছিলেন - সোভিয়েত সাহিত্যের একটি অনন্য অংশ যা বিপ্লবী যুগের প্রতীক হয়ে উঠেছিল।

ঢাকার রাশিয়ান হাউসের রুশ ভাষা কোর্সের শিক্ষার্থীদের উপস্থাপনায় অংশগ্রহণকারীরা নিকোলাই অস্ট্রোভস্কির জীবন ও সৃজনশীল যাত্রা সম্পর্কে জানতে পেরেছিলেন। সোভিয়েত সাহিত্যের ইতিহাসে প্রবেশ করেন বিশ্ববিখ্যাত উপন্যাস 'হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পারড'-এর লেখক হিসেবে। তার অস্তিত্বের প্রথম দিন থেকেই, বইটি পাঠকদের হৃদয়কে আকৃষ্ট করেছিল - বিশেষত অস্ট্রোভস্কির সহকর্মীদের হৃদয়, যারা গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের পরীক্ষার মধ্যে সর্বজনীন সুখের স্বপ্ন দেখেছিল, পাশাপাশি তাদের সন্তানরাও, যারা একটি নতুন সমাজ গঠনে একই পবিত্র বিশ্বাস ভাগ করে নিয়েছিল এবং পরে ১৯৪১ সালে তাদের স্বদেশ রক্ষার জন্য উঠে দাঁড়িয়েছিল। নায়ক - "বিশের দশকে" থেকে কমসোমল সদস্য - স্থিতিস্থাপকতা, সাহস এবং নৈতিক সততার প্রতীক হয়ে ওঠে।

'হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পারড' উপন্যাসের কিছু অংশ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বাংলায় পাঠ করে শোনানো হয়।