News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

রাশিয়ান ডকুমেন্টারি ফিল্ম বিগ রাশিয়ানস: সিওলকোভস্কির উইন্ড টানেল স্ক্রিনিং এবং ঐতিহ্যবাহী খেলা গোরাদকি

বিকেডি আবির, ঢাকা শিল্প-কারুশিল্প 2024-10-27, 3:44pm

screenshot_2024-10-27-16-51-34-35_99c04817c0de5652397fc8b56c3b3817-e8cb2a7d09340a3e188e4c53baf785251730026406.jpg




লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় ঢাকাস্থ রাশিয়ান হাউস মহাকাশে স্পুটনিক-১ উড্ডয়নের ৬৭তম বার্ষিকী উপলক্ষে নিবেদিত রাশিয়ান ডকুমেন্টারি "বিগ রাশিয়ানস: সিওলকোভস্কির উইন্ড টানেল" এর একটি  প্রদর্শনীর ২৫ অক্টোবর আয়োজন করে।

স্ক্রিনিংয়ের পরে স্কুলের শিক্ষার্থীদের জন্য গোরাদকি একটি খেলার আয়োজন করা হয় – এটি একটি পুরানো রাশিয়ান লোকজ খেলা, যেখানে নির্দিষ্ট দূরত্ব থেকে একটি ব্যাট নিক্ষেপ করে বিভিন্ন ফিগারকে  "নক আউট" করতে হয়।

বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা ৩টি দলে বিভক্ত হয়ে বিজয়ের উদ্দেশে অত্যন্ত আনন্দের সাথে খেলায় অংশগ্রহণ করেন। বিজয়ীদের অংশগ্রহণের জন্য স্মারক সনদ প্রদান করা হয়।