News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

ঢাকাস্থ রুশ হাউসে উদযাপিত হলো আন্তন চেখভের ১৬৫ তম জন্মবার্ষিকী

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-01-13, 10:50pm

img_20250113_224257-2c40efdf0981ca907bab776ed3f7a9c01736787038.jpg




ঢাকাস্থ রাশিয়ান হাউস রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক আন্তন চেখভের জন্মের ১৬৫তম বার্ষিকী উপলক্ষে ১১ ডিসেম্বর একটি মনোমুগ্ধকর সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছে। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় বিশ্ব সাহিত্যে চেখভের গভীর অবদানকে সম্মান জানাতে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় । অনুষ্ঠান শুরু হয় ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক জনাব পাভেল এ. দভোইচেনকভের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তাঁর বক্তব্যে তিনি চেখভের জীবন ও সাহিত্যিক উত্তরাধিকারের কথা তুলে ধরেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সন্ধ্যায় রাশিয়ান হাউসে রুশ ভাষা কোর্সের শিক্ষার্থীদের দ্বারা মনোমুগ্ধকর উপস্থাপনা এবং পরিবেশনার একটি সিরিজ অনুষ্ঠিত হয়। সোভিয়েত বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট প্রাক্তন ছাত্র চেখভের মর্মস্পর্শী রচনা (শেষ বিদায়)-এর একটি বিশেষ আবৃত্তি করেন। অনুষ্ঠানটি শেষ হয় রুশ ভাষা প্রশিক্ষক মিসেস ওলগা রায়ের নির্দেশনায় রুশ ভাষার শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত চেখভের ছোট গল্প "ফ্যাট অ্যান্ড থিন" -এর একটি নাটকীয় পাঠের মাধ্যমে।

শ্রোতারা এই অনুষ্ঠানের পরিবেশনায় গভীরভাবে মুগ্ধ হয়, চেখভের অসাধারণ গল্প বলা, মানব প্রকৃতির অন্বেষণ এবং বিশ্ব সাহিত্যে তাঁর স্থায়ী প্রভাবের জন্য নতুনভাবে প্রশংসা অর্জন করেছিল।