News update
  • Trump calls for ‘ceasefire now’ between Russia and Ukraine     |     
  • Dhaka’s air worst polluted in the world Saturday morning     |     
  • Gold smuggling up exploiting baggage rules; Action planned     |     
  • COP16 Agrees to Raise 200bn dollars to Protect Biodiversity     |     
  • Mixed trends in stock markets: DSE gains, CSE declines     |     

পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-03-01, 6:52am

img_20250301_065008-cfccc352ddc5c6e5d15ab0a02a9862c21740790349.jpg




বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেছেন। 

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে সৈয়দ জামিল আহমেদ লিখেছেন, ‘আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিযুক্ত আছি। অদ্য ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মহাপরিচালক পদ থেকে ইস্তফা গ্রহণ করছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

এর আগে, গত ৯ সেপ্টেম্বর তাকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আরটিভি।