News update
  • BGB must maintain strategic relations with neighbours: Adviser     |     
  • Tarique’s nomination papers submitted for Dhaka-17 seat     |     
  • RAB seizes gunpowder, bomb-making materials in Chapainawabganj     |     
  • Dhaka–M’singh train services halted as miscreants remove rail line      |     
  • Bangladesh election nomination paper filing time expires Monday     |     

১১ দফা দাবিতে পাঁচ জেলায় ধর্মঘট

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2022-07-19, 3:31pm




চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ ১১ দফা দাবিতে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

আগামী ২৪ জুলাই (রোববার) সকাল থেকে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। ধর্মঘটের আওতায় থাকবে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।

সোমবার বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুসা বলেন, ১১ দফা যৌক্তিক দাবিতে চট্টগ্রামসহ পাঁচ জেলায় আগামী ২৪ জুলাই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আগামী ২৪ জুলাই সকাল ৬টা থেকে ২৫ জুলাই সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। রোববার নগরীর বিআরটিসি মার্কেটে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ ধর্মঘট ডাকা হয়। ওইদিন পরিবহন শ্রমিকরা যানবাহন চালানো থেকে বিরত থাকবেন।

শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবির মধ্যে রয়েছে- সীতাকুণ্ডের বি এম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ওই ডিপোতে কর্মরত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে নিহত, আহত ও নিখোঁজ প্রাইমমুভার এবং ট্রাক শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, প্রচলিত শ্রম আইন অনুযায়ী নিবন্ধিত শ্রমিক সংগঠনের গঠনতন্ত্রের বিধি অনুযায়ী সার্ভিস চার্জ আদায়, শ্রম আইনের বিধি অনুযায়ী পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, ক্যাটাগরি ভিত্তিতে সড়ক পরিবহন শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান, ডোপ টেস্টের নামে শ্রমিকদের হয়রানি বন্ধ করা, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারার অপপ্রয়োগ বন্ধ, পুলিশ কর্তৃক পরিবহনে নৌপার্কিং মামলার সঙ্গে প্রতিবন্ধকতা যুক্ত করে মামলা দেওয়া বন্ধ করা, টো (পরিবহন জব্দ)-এর নামে শ্রমিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করা, অটোরিকশা-অটো টেম্পো শ্রমিক নেতা মো. সোলায়মান, অটোটেম্পো শ্রমিক নেতা মো. জানে আলম এবং ট্রাক শ্রমিক নেতা শাহজাহানের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার করা। তথ্য সূত্র আরটিভি নিউজ।