News update
  • Irregular entry, false asylum claims harm Bangladesh’s global standing     |     
  • Dhaka breathes ‘very unhealthy’ air Tuesday morning     |     
  • Election Code of conduct gazetted, banning posters-drones, AI misuse     |     
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     

রোগীদের প্রতি মমতার দৃষ্টির আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জে সাইকেল র‌্যালি

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2022-11-17, 6:45pm




রোগীদের প্রতি মমতার দৃষ্টির আহ্বান জানিয়ে জেলায় আজ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

"বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস-২০২২" উদযাপন উপলক্ষে 'মমতাময় নারায়ণগঞ্জ' প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদোগ্যে এই সাইকেল র‌্যালি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। 

সকাল ৯টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন থেকে শুরু হয়ে ৮০জন সাইক্লিস্ট এর র‌্যালিটি চাষাড়া হয়ে শেখ রাসেল পার্কে গিয়ে শেষ হয়। 

এবছর প্যালিয়েটিভ কেয়ার দিবসের প্রতিপাদ্য, 'হৃদয়ের ক্ষত নিরাময় এবং জনসমাজ’। র‌্যালির উদ্বোধন করেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আ.ফ.ম. মুশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম মতিউর রহমান ভূঁইয়া। র‌্যালিটির সাইক্লিং পার্টনার ছিলো নারায়ণগঞ্জ সাইক্লিস্ট কমিউনিটি। 

নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত রোগীদের পরিবার থেকে সরিয়ে হাসপাতালে না রেখে বাসায় সবার মাঝে রেখে চিকিৎসা পদ্ধতির নাম ‘প্যালিয়েটিভ কেয়ার’। সমাজের তরুণদের সঙ্গে নিয়ে সাধারণ জনগণের মধ্যে নিরাময় অযোগ্য রোগী ও তাদের পরিবারের জন্য প্যালিয়েটিভ কেয়ারের গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে সচেতনতা  তৈরির জন্য এ র‌্যালি আয়োজন করা হয় বলে কর্মসূচির অন্যতম আয়োজক আয়াত এডুকেশনের খাদিজা আক্তার জানান। 

মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্প এনসিসি’র সহায়তায় কর্পোরেশনের বন্দর এবং শহর অংশে নিরাময় অযোগ্য রোগীদের প্যালিয়েটিভ কেয়ার প্রদানের কাজ করে যাচ্ছে। প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান সমূহ হচ্ছে আয়াত এডুকেশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স এবং সেন্ট ক্রিস্টোফার হসপিস (ইউকে)। তথ্য সূত্র বাসস।