News update
  • UN Rights Chief Welcomes Bangladesh's Abuse Prosecutions     |     
  • Prosecution Seeks Highest Penalty for Sheikh Hasina     |     
  • Over Half a Million Students Fail HSC, Equivalent Exams     |     
  • BGMEA says Mirpur fire was not in formal apparel sector units     |     
  • Fire at Shialbari Mirpur, Dhaka chemical godown under control      |     

বাড়ছে 'সেলুন পাঠাগার বিশ্বজুড়ে'র কার্যক্রম; নতুন আরেকটি সেলুন উদ্বোধন

সংগঠন সংবাদ 2021-10-10, 1:13pm

সেলুন পাঠাগার



‘অবসরে বই পড়ুন- এ স্লোগানে 'সেলুন পাঠাগার বিশ্বজুড়্'র উদ্যোগে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় উদ্ধুদ্ধ করতে বুক সেলফ ও বই বিতরণ কার্যক্রমের পরিধি বাড়ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নোয়াখালী মাইজদী টাউন হল মোড়ের জনতা এসি সেলুনের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র শীলের হাতে 'সেলুন পাঠাগার বিশ্বজুড়্'র আনুষঙ্গিক উপকরণ দেয়া হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা, লেখক ও কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ নোয়াখালী সাধারণ সম্পাদক শামস্ধসঢ়; ইবনে আলী ডিউ।

এমদাদ হোসেন কৈশোর বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষতা বাড়ায় বর্তমান যুগে বই পড়ার আগ্রহ অনেক কমে গেছে। বই পড়ায় পাঠক সৃষ্টি করতে ব্যতিক্রমী এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করি, বই পড়ায় আগ্রহী করে পাঠক তৈরিতে এ পাঠাগার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এর ব্যাপী ছড়িয়ে পডুক বিশ্বজুড়ে।

সেলুনে এমন পাঠাগার স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানান সেলুনের মালিক শ্যামল চন্দ্র শীল। এ কার্যক্রমের গুরুত্ব ধরে রাখবেন বলেও জানান তিনি।

সংবাদ প্রেরক, মোশারফ ভূঁইয়া পলাশ, মোবাইল: ০১৭১১-০১১৮৬৩।