News update
  • WHO Says Traditional Medicine Use Surges Worldwide     |     
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2023-03-23, 4:57pm

resize-350x230x0x0-image-216955-1679552046-eb040fc812e7700e7d2fa395142a130c1679569055.jpg




অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া রিপোর্টাররা।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন- সহ-সভাপতি তাওহীদ মামুন (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক রুকাইয়া জহির (দ্য বিজনেস স্টান্ডার্স- টিবিএস), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (যায়যায়দিন), দপ্তর সম্পাদক মামুন সোহাগ (সমকাল), অর্থ সম্পাদক রহমত উল্লাহ (আমার সংবাদ), প্রচার সম্পাদক ইসমাঈল সিরাজী (দেশ রুপান্তর), নারী বিষয়ক সম্পাদক অরিন সুলতানা (আমার সংবাদ), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, আল ইমরান (সময়ের আলো), সাংস্কৃতিক সম্পাদক সিকদার মোহাম্মদ সাব্বির (জনকণ্ঠ), সাহিত্য সম্পাদক রাব্বি হোসাইন (ঢাকা ট্রিবিউন), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকতারুজ্জামান (ঢাকা পোষ্ট), ক্রীড়া সম্পাদক মিরাজুল ইসলাম (আমাদের সময়), আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম (যুগান্তর), কার্যনির্বাহী সদস্য আকরাম হোসেন নাঈম (কালবেলা), আব্দুল্লাহ মামুন (যায়যায়দিন), তানভীর আহমেদ (ইত্তেফাক) এবং মিফতাহুল জান্নাত (মানবজমিন)।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে বিএফইউজে মহাসচিব দীপ আজাদ বলেন, আগামীর দিন হলো মাল্টিমিডিয়ার। ইতিমধ্যেই আমাদের গণমাধ্যমগুলো তা বুঝতে পেরেছে। ক্রমেই এর ভিত শক্ত হচ্ছে। এরই প্রেক্ষিতে গড়ে ওঠা সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠন ডিজিটাল সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। একইসঙ্গে রিপোর্টারদের দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মশালার আয়োজনের তাগিদ দেন এই সাংবাদিক নেতা।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকরাই আগামী দিনে এগিয়ে থাকবে। রিপোর্টারদের মানোন্নয়ন এবং মাল্টিমিডিয়ার প্রসারের ক্ষেত্রে সংগঠনটি কাজ করবে এমন প্রত্যাশা করি।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, মাল্টিমিডিয়া এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। তবে মানসম্মত কনটেন্ট তৈরিতে গণমাধ্যমগুলোর নজর দেয়া উচিত। নিউজ কাভারেজের ক্ষেত্রে রিপোর্টারদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ভাইরাল করতে গিয়ে কোনো ভুল তথ্য বা সংবাদের ভুল উপস্থাপন যেন না হয় সে বিষয়ে মনোযোগী হতে হবে।

সংগঠনটির নতুন সভাপতি মোজো স্পেশালিস্ট যাকারিয়া ইবনে ইউসুফ বলেন, বিগত কয়েক বছরে বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়েছে মোবাইল জার্নালিজম তথা মাল্টিমিডিয়া সাংবাদিকতা। প্রায় সবগুলো গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পাচ্ছে ডিজিটাল বিভাগ। তথ্যপ্রযুক্তির বিপ্লবের যুগে আগামীতে মাল্টিমিডিয়া সেকশনই হবে গণমাধ্যমের প্রাণ। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এ সেক্টরে কর্মরত সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে কাজ করবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।