News update
  • Heatstroke claims 10 lives in 8 days: DGHS     |     
  • “AL jeopardizing its own existence by conducting unilateral polls”     |     
  • Shooting attack on mosque kills 6 in Afghanistan     |     
  • Heatstroke kills 10 people in 7 days : DGHS     |     
  • 9 soldiers killed in military helicopter crash in Colombia     |     

বিমসটেকের কাজের গতি বাড়াতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2023-06-07, 6:45am

resize-350x230x0x0-image-226493-1686084902-610a33099ec351dae4e346f01d8b4eee1686098757.jpg




পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের জোট বিমসটেকের কাজের গতি আরও বাড়া‌তে হবে। এ জন্য বাংলাদেশ সরকার সব ধরনের সহযোগিতা করবে।

মঙ্গলবার (৬ জুন) রা‌তে ঢাকায় বিমসটেকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তিনি এ কথা বলেন।

জোট‌টির কাজের গতি আরও বাড়া‌নোর জন্য জো‌টে দ্রুত সম‌য়ের ম‌ধ্যে এফটিএ চু‌ক্তি সই করার জোর তা‌গিদ দেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম ব‌লেন, বিমসটেকের কাজের গতি আরও বাড়াতে হবে। জোট‌টি‌কে এগিয়ে নিতে বাংলা‌দেশ সরকার পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে।

প্রতিমন্ত্রী ব‌লেন, আমি সব স্টেকহোল্ডারকে আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করতে এবং কার্যকর করার জন্য অনুরোধ করব। বিমসটেক এফটিএ সম্পর্কিত সব উপাদান চুক্তি এবং সমঝোতা স্মারকগুলোর দ্রুততম সমাপ্তি প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ এবং বিমসটেকের অন্যান্য সদস্যরা এলডিসি স্ট্যাটাস থেকে উত্তোরণের পর যে সুবিধাগুলো পেয়েছিল তা দ্রুত হারাবে এবং বিমসটেক প্রক্রিয়ায় বিকল্প উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিমসটেকের মহাসচিব তেনজিন লেখফেল। এ সময় বিমসটেকের সদস্য দেশগুলোর প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।