News update
  • BD Election Commission to begin political dialogue this week     |     
  • Climate summit hears countries suffering from global warming      |     
  • How to Visit Saint Martin’s Island in This Tourist Season 2025-26     |     
  • Khulna-Mongla dream rail line struggles for freight flow     |     
  • Guterres Urges Fair, Fast, Final Shift to Clean Energy     |     

কামরুজ্জামান খান আদর্শিক রাজনীতির অনুসরনীয় উদাহরণ -মুসলিম লীগ

সংগঠন সংবাদ 2021-12-29, 12:51pm

Muslim League photo, 28 Dec 2021



এ.এইচ.এম কামরুজ্জামান খান ছিলেন মুসলিম জাতিসত্তা ভিত্তিক আদর্শিক রাজনীতির ধারক ও বাহক। তদানীন্তন পূর্ব পাকিস্তান গভর্নর মোনায়েম খানের সন্তান হিসাবে আদর্শ পরিবর্তন করে মন্ত্রী এমপি হওয়ার সুবর্ণ সুযোগ ও প্রস্তাব থাকলেও তিনি মুসলিম জাতিসত্তা আদর্শের উপর জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ও আস্থাশীল ছিলেন। স্বার্থে অন্ধ বর্তমান প্রচলিত রাজনীতিতে এখনো যারা আদর্শ ভিত্তিক রাজনীতি চর্চার স্বপ্ন লালন করেন তাদের জন্য কামরুজ্জামান খান একজন অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নিরহঙ্কারী, নির্লোভ, বিনয়ী, পরোপকারী ও নীরব দাতা একজন রাজনীতিবিদ।

সাবেক মুসলিম লীগ নেতা এ.এইচ এম কামরুজ্জামান খান খসরুর প্রথম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ মুসলিম লীগ পল্টনস্থ দলীয় প্রধান কার্যালয়ে আজ (২৮ ডিসেম্বর, ২০২১) বাদ যোহর এ্যাড. বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা ও দোয়া মাহফিলে দলীয় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। আলোচনায় অংশগ্রহণ করেন নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম, অতি: মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, নূর আলম, মোঃ হোসেন প্রমুখ। আলোচনা শেষে জনাব এ.এইচ.এম কামরুজ্জামান খানের স্মৃতিচারণ পূর্বক তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক - কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০