News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

থ্যালাসেমিয়া রোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার সুপারিশ

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-07-08, 11:23am

fgdfgdfsf-a0cd376a3d1a2a57c496c7e399f59ffe1720416217.jpg




দেশে ১১ দশমিক ৪ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। 

রোববার (৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত ‘ন্যাশনাল থ্যালাসেমিয়া সার্ভে ২০২৪’ নামে এক অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

সম্প্রতি দেশব্যাপী থ্যালাসেমিয়া নিয়ে একটি জরিপ করে সংস্থাটি। গতকাল জরিপের ফল প্রকাশ করা হয়। 

ন্যাশনাল থ্যালাসেমিয়া সার্ভে ২০২৪-এ প্রাপ্ত ফল অনুসারে দেশের পুরুষদের মধ্যে ১১ দশমিক ১১ শতাংশ ও নারীদের মধ্যে ১১ দশমিক ২ শতাংশ থ্যালাসেমিয়ার বাহক। তাই দেশের থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা কমাতে বিয়ের আগে সবাইকে রক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা।

জরিপে বিভাগ অনুযায়ী সবচেয়ে বেশি থ্যালাসেমিয়া বাহক পাওয়া গেছে রংপুর বিভাগে। এ বিভাগে প্রাপ্ত থ্যালাসেমিয়া বাহক ২৭ দশমিক৭ শতাংশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। এনটিভি নিউজ