News update
  • 248 arrested, illegal nets seized in 6-day drive: River Police     |     
  • Children in Gaza ‘going to bed starving’ amid blockade     |     
  • Plague of rats, insects latest challenge for war-torn Gazans     |     
  • Guterres tells UNSC two-State option near point of no return     |     
  • 14-year-old Suryavanshi smashes record-breaking T20 century     |     

প্রতিটি জাতির মাতৃভাষাই জগতসমূহের সৃষ্টিকর্তার দান -মুসলিম লীগ

সংগঠন সংবাদ 2022-02-19, 9:40pm

img20220219142113-48ba04704bb1b60cda946fe0ada26d901645285200.jpg

Muslim League meeting on mother language and Shaheed Day on Saturday.



ঐশী গ্রন্থ আল কোরআনে বর্ণিত তথ্য মতে সৃষ্টি প্রথম মানব আদম ও তদীয় স্ত্রী বিবি হাওয়ার মধ্যে পারস্পরিক ভাব বিনিময়ের সুবিধার্থে আল্লাহ বেহেস্তেই ভাষার সৃষ্টি করেন। মহান আল্লাহ বিভিন্ন বর্ণ ও ভাষার সৃষ্টি করেন সৃষ্ট মানুষের কল্যাণের জন্য। মূক ও বধিরদের প্রতি নজর দিলে ভাষার অপরিহার্যতা উপলব্ধি করা যায়। একমাত্র আরবি ব্যতীত পৃথিবীর সকল ভাষাই কম বেশি মিশ্র। এক ভাষার শব্দ অন্য ভাষা গ্রহণ করে আরো সমৃদ্ধ হয়েছে। পৃথিবীর বহু ক্ষুদ্র জাতির দুর্বল মাতৃভাষা অপর কোন সমৃদ্ধ ভাষার সংস্পর্শে বিলুপ্ত হয়েছে। সভ্যতা ও সমাজ ব্যবস্থার মতো ভাষাও সময়ের প্রয়োজনে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়ে থাকে। ৭৫০ থেকে ৯৫০ খৃষ্টাব্দের মধ্যে চর্যাপদে ব্যবহৃত আদি ও দুর্বোধ্য বাঙলা ভাষা পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষার পরিণত হয়েছে। প্রাচীন কাল থেকে প্রতিটি জাতির বা জনগোষ্ঠীর ব্যবহৃত ভাষা তাদের মাতৃভাষা। প্রকৃতপক্ষে প্রতিটি জাতির মাতৃভাষাই স্রষ্টার দান। দুর্বোধ্য হলেও অপরের মাতৃভাষার প্রতি সহনশীল থাকার জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রচলন করা হয়েছে। নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীলতা থাকলেই অন্যের মাতৃভাষাকে সম্মান ও মর্যাদা দেয়া সম্ভব।

আজ (১৯/০২/২০২২) বাদ যোহর পার্টির পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে মুসলিম লীগ নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের রুহের মাগফেরাত কামনা করে আরো বক্তব্য রাখেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির অন্যতম সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, প্রচার সম্পাদক শেখ এ সবুর, সমাজ কল্যাণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কেন্দ্রীয় নেতা খন্দকার জিয়াউদ্দিন, ছাত্র নেতা নূর আলম প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি

সংবাদ প্রেরক - কাজী এ.এ কাফী, অতি: মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০