News update
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     

মেধাবৃত্তি দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2024-12-07, 8:31am

img_20241207_082925-0348739da93187b73c096d4ed82485e11733538682.jpg




মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনের যেসব সদস্যের সন্তান ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি বা সমমান কিংবা এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস করেছে, তাদের জন্য এই আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংগঠনের যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে মেধাবৃত্তির আবেদন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিসে (এইচ এম সিদ্দিক ম্যানশন (৬ষ্ট তলা) ৫৫/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০) পৌঁছাতে হবে। আবেদন ও সন্তানের প্রয়োজনীয় নথিপত্র অনলাইনেও পাঠানো যাবে। ই-মেইলে (voice.dsec@gmail.com) হোয়াটসঅ্যাপ নম্বরেও (০১৭১১২৮৮৪২১) আবেদন পাঠানো যাবে। এ ছাড়া নির্বাহী কমিটির যেকোনো সদস্যের কাছে বৃত্তির আবেদনপত্র জমা দেয়া যাবে।

নিয়মাবলি

১. বৃত্তির জন্য ‘মেধাবৃত্তি প্রদান উপকমিটি’র আহ্বায়ক বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র হাতে লিখে কিংবা কম্পিউটার কম্পোজ করে পাঠাতে হবে।

২. সন্তানের জন্য যিনি আবেদন করবেন তাকে অবশ্যই ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য হতে হবে।

৩. সংশ্লিষ্ট পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষার মার্কশিট কিংবা রেজাল্ট শিটের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

৪. আবেদনকারী যে হাউসে কাজ করেন তার নাম ও আবেদনকারীর ফোন নম্বর উল্লেখ করতে হবে।

৫. আবেদনের সঙ্গে সন্তানের (শিক্ষার্থী) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

৬. অসম্পূর্ণ আবেদন কিংবা নির্ধারিত সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। বৃত্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আরটিভি