News update
  • Cannes, global Colosseum of film, readies for 78th edition      |     
  • ‘July Unity’ for next course of action based on consultations     |     
  • Pope Leo XIV calls for peace in Ukraine and Gaza      |     
  • Recycling Economy Empowers Thousands Across Bangladesh     |     
  • Global Heatwave Persists as April Nears Record Temperatures     |     

দুপুরে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-12-07, 8:27am

img_20241207_082551-8add390e3ae3544c8a0d6a0a2e8bb3d01733538449.jpg




মিরপুরে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করেছিল বাংলাদেশের মেয়েরা। সিলেটে টি-টোয়েন্টি সিরিজে সেই ছন্দ আর থাকেনি। প্রথম ম্যাচেই নিগার সুলতানা জ্যোতির দল হেরেছে ১২ রানে। এবার সিরিজ বাঁচাতে আইরিশদের বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট।

শনিবার (৭ ডিসেম্বর) সিলেটের লাক্কাতুরায় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

এর আগে প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে আশা জাগিয়েও হারতে হয়েছে বাংলাদেশকে। ১৭০ রানের টার্গেটে নেমে শতরানের রেকর্ড জুটির পরও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে নারী ক্রিকেট দলের সামনে জয়ের বিকল্প নেই।

সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনিং জুটি করে ১০৩ রান। এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এরপরের ৬৭ রান তুলতে হিমশিম খেয়েছেন জ্যোতিরা। লক্ষ্য থেকে ১২ রান দূরে থামতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এর আগে কখনো এত রানের লক্ষ্য ছুঁয়ে দেখেনি বাংলাদেশ। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৫ রান তাড়া করে জিতেছিল টাইগ্রেসরা। তাতে ১৭০ রান করতে পারলে নতুন রেকর্ড হতো তাদের। কিন্তু সেটি আর হয়নি।

তবে সিরিজে ফেরার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে জাহানারা আলম বলেন, প্রথম ম্যাচে কিছু ভুলের জন্য আমরা জয় পাইনি। তবে এটি (প্রথম ম্যাচ) আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। আমাদের আরও দুই-তিনজন মিলে যদি রান করতে পারে তাহলে ছয়-সাতজন মিলে বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য রাখি। আগের ভুলগুলোকে সুধরে জয়ে ফিরতে তিনি মিডল অর্ডার ব্যাটারদের প্রতিও আস্থা রাখছেন। আরটিভি।