News update
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     

আগামী নির্বাচনে কোন দল কত ভোট পাবে, যা বলছে সানেম জরিপ

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-07-07, 7:36pm

514292567_777355608299411_1425135793324745527_n-0bba9d18c439f7487cf54f3ff69010661751895411.jpg




আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত ভোট পাবে তা নিয়ে এক জরিপের প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। আজ সোমবার (৭ জুলাই) এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।‘যুবসমাজের পরিবর্তন : চাকরি, শিক্ষায় এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি ১৫ থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার তরুণের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী নির্বাচনে ৩৯ শতাংশ ভোট পাবে বিএনপি, ১৬ শতাংশ এনসিপি। অংশগ্রহণকারীদের মধ্যে অর্ধেক নারী, ৪০ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে, আর ৬০ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসির ওপরে। চলতি বছরের ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত এই প্রতিবেদনের কাজ চলে।

আট বিভাগের ২ জেলা ও ২ উপজেলা শহর ও গ্রামের তরুণদের মতামত গবেষণা প্রতিবেদনে নেওয়া হয়েছে।

জরিপের প্রতিবেদনে বলা হয়, ৮২ দশমিক ৭ শতাংশ তরুণ রাজনীতিতে অংশ নিতে চান না। মাত্র ৩ দশমিক ২ শতাংশ তরুণ রাজনীতিতে অংশ নিতে আগ্রহী। রাজনীতিতে সহিংসতা আছে, আর এ কারণে ৫৮ দশমিক ৭ শতাংশ তরুণ রাজনীতিতে অনাগ্রহী। এ ছাড়া ৫৬ দশমিক ৪ শতাংশ তরুণ মনে করেন, রাজনীতিতে দুর্নীতি ও আদর্শের ঘাটতি আছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৩৬ দশমিক ৯৯ শতাংশ তরুণ সরকারি চাকরিতে আগ্রহী আর ব্যবসায় আগ্রহী ২৬ দশমিক ৪১ শতাংশ। ৪২ দশমিক ৩৪ শতাংশ তরুণ ফ্রিল্যান্সিং সম্পর্কে অবগত নন।

৩৯ শতাংশ তরুণ দেশের রাজনীতির খোঁজখবর এবং ৪১ দশমিক ৩৯ শতাংশ তরুণ ভারত, পাকিস্তান ও মিয়ানমারে রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন। ৮৭ দশমিক ৪ শতাংশ তরুণ দেশ ও বিদেশের খবর সংগ্রহ করেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে, ৪৭ দশমিক ৭ টেলিভিশন ও ১৩ শতাংশ খবর নেন পত্রিকা থেকে।

৫৬ শতাংশ তরুণ মনে করেন, সংস্কারের ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি হবে। তবে মাত্র ২ দশমিক ৩ শতাংশ তরুণ সংস্কার সম্পর্কে ওয়াকিবহাল। ৯৪ শতাংশ তরুণ মনে করেন, শিক্ষাখাতে সংস্কার প্রয়োজন।