ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি বলেছেন যে রুশ আক্রমণে তার দেশের ক্রীড়াক্ষেত্র মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই লড়াইয়ে এপর্যন্ত ৮৯ জন ক্রীড়াবিদ এবং কোচ নিহত হয়েছেন।
যেলেনস্কি রবিবার কিইভ সফরে যাওয়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি’র প্রধান টমাস বাখের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন।
যেলেনস্কি বলেন, অনেক ইউক্রেনীয় ক্রীড়াবিদ তাদের দেশকে রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন। তিনি এও বলেন যে তাদের মধ্যে ১৩ জনকে রুশ বাহিনী আটক করেছে।
বাখ বলেন যে তিনি ইউক্রেনীয় জনগণ বিশেষ করে, ক্রীড়াবিদদের সাথে সংহতি প্রকাশ করতে কিইভ সফরে গেছেন।
তিনি এটিও ঘোষণা করেন যে আইওসি ইউক্রেনীয় ক্রীড়াবিদদের জন্য সহায়তা তহবিল তিনগুণ করে ৭৫ লক্ষ ডলারে উন্নীত করবে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।