দক্ষিণ ইরাকে প্রতিদ্বন্দ্বী দুই শিয়া মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে প্রতিহিংসামূলক হামলায় ৪ জন জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার দুজন নিরাপত্তা কর্মকর্তা একথা জানান। বাগদাদে সহিংস সংঘর্ষ দেশটিতে রাস্তায় রাস্তায় লড়াইয়ের সুত্রপাত ঘটায়।
সদরের দল সারায়া সালামের ২ জন মিলিশিয়া এবং এএএইচ-এর ২ জন হামলায় নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সংবাদ মাধ্যমকে এ খবর জানানোর অনুমতি না থাকায় কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে একথা জানান। হামলার বিশদ বিবরণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার ছিল না এবং পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে।
বাগদাদের সরকারি অঞ্চলে সংঘটিত সদরের অনুগত এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর মধ্যকার সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হওয়ার পর এই হামলা হয়। সদর তার অনুসারীদেরকে প্রত্যাহারের আহ্বান জানালে মঙ্গলবার সশস্ত্র সহিংসতার সমাপ্তি ঘটে।
উভয় শিবিরই সদরের মূলদাবি অর্থাৎ সংসদ ভেঙে দেয়া এবং আগাম নির্বাচনের উপযুক্ত ব্যবস্থা নেয়া সংক্রান্ত দাবি নিয়ে দ্বিমত পোষণ করে। তার দল ২০২১ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে কিন্তু তার ইরান-বান্ধব প্রতিদ্বন্দ্বীদের বাদ দিয়ে আইনসভার কোরাম গঠনে সক্ষম হয়নি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়েছে,“শান্ত ও সংযত” থাকার আবেদন জানিয়েছে এবং শান্তিপূর্ণভাবে তাদের মতভেদ মিটিয়ে আইনের শাসন এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান জানানোর জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছে।
আপাতত উত্তেজনা বাগদাদ থেকে দক্ষিণে সংখ্যাগরিষ্ঠ শিয়া প্রদেশগুলোতে যেখানে রাষ্ট্রের কর্তৃত্ব বিপর্যস্ত সেখানে ধাবিত হয়েছে বলে মনে হচ্ছে। সারায়া সালাম এবং এএএইচ বছরের পর বছর ধরে প্রতিহিংসামূলক আক্রমণ চালিয়ে যাচ্ছে। সদরের মিলিশিয়ারা এএএইচ-এর কার্যালয়ে হামলা চালালে বাগদাদে সংঘর্ষের ফলে সাম্প্রতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।