News update
  • Khaleda back home from hospital     |     
  • Miton of Child, Old Age Care made fake death certificates     |     
  • Debt rescheduling cycle fuels inflation: Dr Farashuddin     |     
  • Births, marriages hit lowest level since 2013 in Germany     |     

ডিআরসি উগান্ডা যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানকে স্বাগত জানায়

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-09-14, 8:28am

825b9a08-74c2-4c2a-90e0-67388ac64ebd_w408_r1_s-50a88d6e4347266400d05dad89f6753c1663122484.png




উগান্ডা ১৯৯০ এর দশকে যুদ্ধের সময় তার সৈন্যরা যে ক্ষতি সাধন করেছিল তার জন্য গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোকে (ডিআরসি) তার যুদ্ধের প্রথম ক্ষতিপূরণ প্রদান করেছে। উগান্ডা কিনশাসাকে ৬ কোটি ৫০ লক্ষ ডলার দিয়েছে; ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বিচারিক আদালতের আদেশে পাঁচ কিস্তিতে দেয় বার্ষিক অর্থপ্রদানের এটি ছিল প্রথম কিস্তি । কয়েক বছর ধরে ডিআরসি-র সঙ্গে আলোচনার পর উগান্ডার অর্থপ্রদান ডিআরসি-র কাছে ছিল বিস্ময়কর।

এই বছরের শুরুর দিকে আন্তর্জাতিক বিচারিক আদালতের একটি রায় অনুসরণ করে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে উগান্ডার এই অর্থ প্রদান। আদালত উগান্ডাকে ১৯৯৮ থেকে ২০০৩ পর্যন্ত চলা একটি আক্রমণের ক্ষতিপূরণ হিসাবে ডিআরসিকে ৩২ কোটি ৫ লক্ষ ডলার প্রদানের নির্দেশ দিয়েছে।

আদেশের অধীনে, উগান্ডাকে ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত প্রতি বছরের সেপ্টেম্বরে ৬ কোটি ৫০ লক্ষ ডলার দিতে হবে।

উগান্ডার অর্থ মন্ত্রকের মুখপাত্র অ্যাপোলো মুগিন্দা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে প্রথম অর্থপ্রদান উগান্ডার একটি আভাস যে তারা আদালত কর্তৃক নির্ধারিত পরিমাণ অর্থ প্রদান করতে ইচ্ছুক।

মুগিন্দা বলেন, “উগান্ডা প্রয়োজন অনুযায়ী প্রথম কিস্তি পরিশোধ করেছে। আমরা ৬ কোটি ৫০ লক্ষ ডলার প্রদান করেছি। এবং আপনি সদিচ্ছা দেখতে পাচ্ছেন," ৷ মুগিন্দা আরো বলেন, "যদি এই পরিশোধের প্রক্রিয়ায় কিছু ঘটে, কারণ আমরা ভাই, আমরা সবাই পূর্ব আফ্রিকান সম্প্রদায়ের সদস্য, তবে, এটি নিয়ে আরও আলোচনা করা যেতে পারে।" তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।