News update
  • US vetoes widely backed resolution on Palestine as UN member      |     
  • Dhaka’s air quality remains ‘unhealthy’ Friday morning     |     
  • India starts voting in the world's largest election      |     
  • Iran fires air defense batteries in provinces      |     
  • Insidious campaign by Israel denying lifesaving aid to Gaza      |     

রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-11-23, 4:01pm

img_20221123_160131-bf298baa96d55788f655615699de131e1669197714.jpg




ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই শীতে জ্বালানির অবকাঠামোতে আঘাত হানতে শীতের ঠান্ডাকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

জেলেনস্কি একটি ভিডিও বার্তায় মঙ্গলবার ফরাসি মেয়রদের এক বৈঠকে বলেছেন, ‘ক্রেমলিন এই শীতে শীতকে গণবিধ্বংসী অস্ত্রে পরিণত করতে চায়।’

তিনি আরো বলেন, ‘এই শীতে বাঁচতে এবং রাশিয়ার শীতকে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে আমাদের অনেক কিছুর প্রয়োজন।’

তিনি ইউক্রেনের জরুরী পরিষেবা এবং চিকিৎ্সকদের জন্য জেনারেটর, মাইন অপসারনের জন্য সহায়তা এবং সরঞ্জাম পাঠানোর জন্য ফ্রান্সের মেয়রদের অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, ‘আমি আপনাকে আপনার সাহায্য অত্যন্ত দৃঢ় হতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শহর ও সম্প্রদায়কে সমর্থন করার জন্য আহ্বান জানাচ্ছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার সতর্ক করেছে, ইউক্রেনের লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ দেশটির পাওয়ার গ্রিড রুশ হামলা থেকে রক্ষা পেতে লড়াই করছে।

মস্কো ইচ্ছাকৃতভাবে শক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু হিসেবে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে সারাদেশে লক্ষ লক্ষ বাড়িঘর বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

‘এই শীতকাল বেঁচে থাকার বিষয়ে পরিণত হবে’ উল্লেখ করে ডব্লিউএইচও’র ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ সোমবার সাংবাদিকদের বলেছেন, এটি ‘ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষের জীবনের জন্য হুমকি’ হিসেবে দেখা দিবে। তথ্য সূত্র বাসস।