News update
  • Shooting attack on mosque kills 6 in Afghanistan     |     
  • Heatstroke kills 10 people in 7 days : DGHS     |     
  • 9 soldiers killed in military helicopter crash in Colombia     |     
  • At least 25 dead in Peru after bus plunges into ravine     |     
  • Dhaka’s air quality 5th worst in the world Tuesday morning     |     

ইইউ নেতাদের ইউক্রেনকে সমর্থনের অঙ্গীকার

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-02-03, 10:07am

images-59b514174bffe4ae402b3d63aad79fe01675397872.png




ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনের জনগণের প্রতি সমর্থনের বার্তা নিয়ে বৃহস্পতিবার কিয়েভে পৌঁছেছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার আক্রমণের এক বছর পূর্তির পূর্বে রাশিয়ার বাহিনীর ব্যাপক আক্রমণের বিষয়ে সতর্ক করেছেন।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এক টুইটে বলেন, “ইইউ যে বরাবরের মতোই দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে আছে তা দেখাতেই এবং আমাদের সমর্থন এবং সহযোগিতাকে আরও গভীর করতে,” আমরা এখানে একসাথে এসেছি।

সংঘাত, পুনর্গঠন এবং ত্রাণ প্রচেষ্টা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা এবং ইইউতে যোগদানের জন্য ইউক্রেনের আবেদনের বিষয়ে ইইউ-র প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে ইইউ এবং ইউক্রেনের নেতারা শুক্রবার একটি শীর্ষ সম্মেলনে মিলিত হবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার তার রাতের ভাষণে বলেন, রাশিয়া ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম বার্ষিকীতে প্রদর্শনের জন্য যুদ্ধক্ষেত্রে কিছু জয়লাভের চেষ্টা করছে।

জেলেন্সকি বলেন, “এমন পরিস্থিতিতে আমাদের সকলকে বিশেষভাবে ঐক্যবদ্ধ হতে হবে, বিশেষ করে জাতীয় স্বার্থের ওপর, এবং এর ফলে আত্মরক্ষার ওপর মনোনিবেশ করতে হবে” তিনি আরও বলেন, “আমার বিশ্বাস আমরা তা পারবো।”

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা বৃদ্ধির উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি “আরও গুরুতর হয়ে উঠেছে।”

রাশিয়ার বাহিনী কয়েক মাস ধরে ডনেটস্ক প্রদেশের বাখমুত নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নিকটবর্তী ক্রামতোর্স্কে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধ্বসে পড়ার পরে উদ্ধারকারীরা বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধান করছিল। হামলায় অন্তত ৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।