News update
  • CA Prof Yunus lauds Modi, Sharif for ceasefire     |     
  • India, Pakistan agree to a ceasefire in US-mediated talks     |     
  • Tarique for action against those who formed illegal parliaments, govts     |     
  • India, Pakistan Agree to Ceasefire in US-Mediated Talks     |     
  • Single women struggle for accommodation in Dhaka     |     

জাতীয় ঐক্যের ডাক নেতানিয়াহুর

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-10-10, 6:18pm

image-109584-1696926907-f5fe893a1446e10fe2dc8697d3b73e4c1696940291.jpg




ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্যে ইসরাইলের বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশটি ফিলিস্তিনি সংগঠন হামাসের ভয়াবহ হামলার মুখে পড়ায় সোমবার তিনি এ আহ্বান জানান।

নেতানিয়াহু টেলিভিশন ভাষণে বলেছেন, ‘আমি বিরোধী নেতাদের অবিলম্বে কোনো পূর্বশর্ত ছাড়াই জাতীয় ঐক্যের জরুরি সরকার গঠনের আহ্বান জানাচ্ছি।’

কট্টর-ডান জোট সরকারের প্রধান নেতানিয়াহু শনিবার সকালে হামাসের আকস্মিক বড়ো ধরনের আক্রমণ শুরুর পর ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছেন।

তিনি তার বক্তৃতায় বলেছেন, সরকার এই অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার এবং ইসরাইলে এখনও উপস্থিত ‘সন্ত্রাসীদের নির্মূল করার’ পরিকল্পনা করেছে।

নেতানিয়াহু বলেছেন,তিনি আন্তর্জাতিক সমর্থনের জন্য প্রচার চালিয়ে যাবেন এবং জাতীয় ঐক্য সরকার গঠন করে ‘জনগণের ঐক্য’ এর জন্য কাজ করবেন। বাসস