News update
  • Life Expectancy Gap Tops 30 Years: UN Report      |     
  • Khaleda Zia Returns Home After Four Months in London     |     
  • World marks 80th anniv of V-E Day with parades and memorials     |     
  • Thousands line the Dhaka streets welcome Khaleda Zia      |     

মধ্য প্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাইডেনকে চিঠি হলিউড অভিনেতাদের

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-10-21, 2:42pm

image-111066-1697866100-67f9d0fd1ef52e2daabb08147d6d0a881697877779.jpg




হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শুক্রবার কেট ব্ল্যানচেট, জোয়াকিন ফিনিক্স, রমি ইউসেফ এবং অ্যান্ড্রু গারফিল্ডসহ আরো অনেক সেলিব্রিটিরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি চিঠি লিখেছেন। খবর এএফপি’র।

বিনোদন জগতের কয়েক ডজন শীর্ষ তারকা আরো মানুষের প্রাণহানি বন্ধে গাজা ও ইসরায়েলে যুদ্ধবিরতি পালনে এবং অবিলম্বে উত্তেজনা বন্ধে কাজ করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাইডেনের কাছে লেখা অভিনেতাদের এক চিঠিতে বলা হয়, ‘আমরা আপনার প্রশাসন এবং সমগ্র বিশ্বের নেতাদেরকে পবিত্র ভূমির সকল মানুষের জীবনের প্রতি সম্মান জানানোর এবং অবিলম্বে যুদ্ধবিরতি পালনের ব্যবস্থা করার আহ্বান জানাই।’

ওই চিঠিতে আরো বলা হয়, ‘মানুষের জীবন বাঁচানো একটি নৈতিক দায়িত্ব।’

ইসরায়েল কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে কট্টর ইসলামপন্থী গ্রুপ হামাসের ব্যাপক হামলায় কমপক্ষে ১,৪০০ মানুষ নিহত হওয়ার পর ইসরায়েল হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাসের এমন হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে অনেক ভবন গুড়িয়ে দিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৪ হাজার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান চালানোরও প্রস্তুতি নিয়েছে। তারা বলেছে, খুব শিগগিরই এ অভিযান শুরু হবে। তথ্য সূত্র বাসস।