হামাস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইসরাইল আক্রমণ জোরালো করায় গাজা ভূ-খণ্ডের উত্তরাঞ্চলে এক হাসপাতাল সংলগ্ন এলাকায় সোমবার তীব্র লড়াই চলেছে।
গাজার হামাস-চালিত স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ইন্দোনেশীয় হাসপাতালের দ্বিতীয় তলায় গোলার আঘাতে অন্তত ১২ ব্যক্তি নিহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্য করেনি।
ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী রেতনো মারসুদি এই হামলার নিন্দা করে ইসরাইলকে দায়ী করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “গাজায় ইন্দোনেশীয় হাসপাতালে ইসরাইলি হামলার তীব্র নিন্দা করছে ইন্দোনেশিয়া। এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লংঘন। সব দেশ, বিশেষ করে ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যে দেশগুলির, তাদের প্রভাব ও সক্ষমতাকে ব্যবহার করে ইসরাইলকে এই নির্মমতা থামাতে বলা উচিত।”
এদিকে, গাজার শিফা হাসপাতাল থেকে রবিবার ২৮টি প্রিম্যাচিওর শিশুকে মিশরে স্থানান্তরিত করা হয়েছে। এমনটাই জানিয়েছে মিশরের সরকারি সংবাদ সংস্থা।
ইউনিসেফের টনি ফ্রিকার বিবিসি-কে বলেন, সদ্যজাত শিশুদের রবিবার সরিয়ে আনার অভিযান ছিল “ভীষণ বিপজ্জনক ও খুবই কঠিন।”
ফ্রিকার আরও বলেন, এই শিশুদের অভিভাবক ও সম্পর্কিত পরিবারের সদস্যদের চিহ্নিত করার কাজে নিয়োজিত রয়েছে ইউনিসেফ।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।
ইসরাইল রবিবার একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে, শিফা হাসপাতালের নিচে হামাস জঙ্গি গোষ্ঠী সুড়ঙ্গ খনন করেছে। হামাস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইসরাইল তাদের তল্লাশি ও ধ্বংস ক্রিয়া জারি রেখেছে।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।