News update
  • Tidal waves severely impacting on wildlife of Sundarbans     |     
  • Depression induced rainfall, waterlogging feared in Dhaka      |     
  • Prof Yunus urges JICA for stronger support of MIDI project     |     
  • UN aid teams plead for access … Gazans shot collecting food     |     
  • June 2026 Polls Deadline, A Defining Moment for Bangladesh     |     

গাজায় অবিলম্বে টেকসই মানবিক যুদ্ধবিরতির আহ্বান চীনের

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-11-30, 1:58pm

image-116326-1701327155-f6a483db3046e6c4e7c1ede46f1bc0041701331085.jpg




ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে টেকসই মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন।

দেশটির পররাষ্ট্র দপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিঞ্জপ্তি থেকে এ কথা জানা গেছে।

এতে আরো বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে টেকসই ও দীর্ঘস্থায়ী মানবিক যুদ্ধবিরতি কার্যকর হওয়া প্রয়োজন।

এছাড়া চীন ব্যাপক যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধেরও আহ্বান জানিয়েছে।

চীনের ঐ ডকুমেন্টে ফিলিস্তিনী বেসামরিক নাগরিকদের জোর করে স্থানান্তরের বিরোধিতা করে জাতিসংঘের স্পষ্ট বার্তা পাঠানো এবং সকল বেসামরিক নাগরিক ও জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে চীন ইসরায়েল ও হামাসের মধ্যকার ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছিল। গাজায় প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে তা দু’দিন বাড়ানো হয়েছে।

মধ্যস্থতকারী কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ’ ইসরায়েলী প্রাণ হারায়। এর পর পরই ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে। তাদের অব্যাহত হামলায় সাড়ে ১৪ হাজার ফিলিস্তিনী নিহত হয়। এদের অধিকাংশই নারী ও শিশু। তথ্য সূত্র আরটিভি নিউজ।