News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

জর্ডানে ড্রোন হামলায় ৩ আমেরিকান সৈন্য নিহত, বাইডেন ইরান-সমর্থিত জঙ্গিদের দোষ দিলেন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-01-29, 8:55am

isufifa89d9o-7385cc6c0313173e63f0ea70719e789b1706496922.jpg




যুক্তরাষ্ট্র বলেছে জর্ডানে সিরিয়া সীমান্তের কাছে এক ড্রোন হামলায় তিনজন আমেরিকান সৈন্য নিহত হয়েছে।

‘’আজ আমেরিকার হৃদয় ভারী। গত রাতে, উত্তরপূর্ব জর্ডানে, সিরিয় সীমান্তের কাছে আমাদের অবস্থানে চালক-বিহীন আকাশ যানের হামলায় তিনজন আমেরিকান সামরিক বাহিনী সদস্য নিহত হয় – এবং অনেকে আহত হয়েছে,’’ প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন।

‘’আমার এখনো এই আক্রমণ সম্পর্কে তথ্য সংগ্রহ করছি, কিন্তু আমরা জানি এই হামলা চালিয়েছে সিরিয়া এবং ইরাকে অবস্থিত ইরান-সমর্থিত জঙ্গিগোষ্ঠী,’’ প্রেসিডেন্ট বাইডেন বলেন। ভয়েস অফ আমেরিকা