News update
  • UNRWA Situation Report #163 on Crisis in Gaza and West Bank     |     
  • Israeli Airstrike Kills 9 in Gaza Amid Ceasefire Disputes     |     
  • Reject bigotry, discrimination, combat Islamophobia: UN chief     |     
  • New risks loom for global trade, warns UN body     |     

ইসরাইল বলছে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি-চুক্তির নতুন উদ্যোগ নেয়া হচ্ছে

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-02-23, 9:22am

hfhfhghgjuyy-dceff4c4741d589d30f694ecd2bbc19f1708658657.jpeg




গাজা ভূখণ্ডে সংঘর্ষ সাময়িকভাবে স্থগিত করতে ও হামাস জঙ্গিদের হাতে এখনও পণবন্দি প্রায় ১০০ জনের মুক্তিকে নিশ্চিত করতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি-চুক্তির নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরাইল।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ব্রেট ম্যাকগার্ককে বৃহস্পতিবার বলেন, সরকার “আমাদের জিম্মিদের মধ্যস্থতাকারীদের কর্তৃত্বকে সম্প্রসারিত করবে।”

বেনি গ্যান্টজ যিনি ইসরাইলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভায় গ্যালান্ট ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রয়েছেন, তিনি বুধবার দিনের শেষ দিকে বলেছিলেন, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। তার এই বক্তব্যের পরই গ্যালান্ট ওই মন্তব্য করেন।

তবে গ্যালান্ট বলেন, জিম্মিদের মুক্তি সবার আগে এবং হামাস তাদের মুক্তি দিতে রাজি না হলে মুসলিমদের পবিত্র রমজান মাসেও গাজার দক্ষিণপ্রান্তে মিশর সীমান্তবর্তী শহর রাফাহতে স্থল অভিযান চালাবে ইসরাইল। প্রসঙ্গত, রমজান মাস শুরু হচ্ছে ১০ মার্চ।

৭ অক্টোবরে ইসরাইলের উপর আকস্মিক হামলার সময় হামাস প্রায় ২৪০ জনকে পণবন্দি এবং ১২০০ জনকে হত্যা করেছিল।

গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে রাফাহ এলাকায় বৃহস্পতিবার সকালে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এর ফলে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দেখা দিয়েছে।

ফিলিস্তিনের শরণার্থী বিষয়ক জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস সংস্থা বুধবার বলেছে, রাফাহতে বিমান হামলার বৃদ্ধি এই অঞ্চলে “অতিরিক্ত মানবিক কার্যক্রমকে আরও ব্যাহত করবে বলে আশঙ্কা বাড়িয়েছে।”

গাজায় হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, আগের দিন গাজা ভূখণ্ডজুড়ে প্রায় ১০০ জনকে হত্যা করেছে ইসরাইলের বাহিনী। এর ফলে ইসরাইলের পাল্টা আক্রমণে মোট মৃতের সংখ্যা ২৯,৪১০ জনে দাঁড়িয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে, গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে জিউটাউন এলাকা ও গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের পশ্চিমে আক্রমণ চালিয়েছে তাদের বাহিনী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম ঘেব্রেসাস বুধবার বলেছেন, গাজা “মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।”

জেনেভাতে তিনি সংবাদদাতাদের বলেন, “এই ভূখণ্ডের বেশিরভাগটাই ধ্বংস হয়ে গেছে। ২৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। আরও অনেকে নিখোঁজ, হয়ত মৃত এবং বিপুল সংখ্যক মানুষ আহত।”

তিনি আরও বলেন, “হাসপাতালে প্রায় ১১১ জন অসুস্থ ও আহত রোগী এবং কমপক্ষে ১৫ জন ডাক্তার ও নার্স রয়েছেন।” তথ্য সূত্র আরটিভি নিউজ।