News update
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     

ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ১০

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-02-26, 11:40am

djfufio-dc60b3c322ee6c5c37c107bc727947d61708926050.jpg




ইসরায়েলি বাহিনীর গোলা হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ সময় তারা ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফারের খবর- গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। সে সময়েই এই হামলা হয়। এ সময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে পারেনি।

উল্লেখ্য, গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলের প্রাণঘাতী হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত এবং ১৩১ জন আহত হয়েছে। এতে যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৯২ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আরো ৬৯ হাজার ৮৭৯ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে।  তথ্য সূত্র আরটিভি নিউজ।