News update
  • OIC Condemns Israeli Decision to Block Aid Entry into Gaza     |     
  • BRAC Bank raises Taka 700 crore through Subordinated Bond      |     
  • At time of war, nations must stop global order from crumbling     |     
  • Indices, turnover decline in Dhaka, Chattogram stock markets     |     
  • Fire Kills 4 in Dhaka's Shahjadpur     |     

গাজায় ত্রাণ পাঠাতে বাধা প্রদানকারী ইসরায়েলি গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-06-15, 7:48am

wiwowoi-8ac3ac8b6b45c2c21d6e560db69930461718416111.jpg




যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার ইসরায়েলের একটি গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা গাজার অসামরিক নাগরিকদের জন্য পাঠানো প্রাণরক্ষাকারী মানবিক ত্রাণকে বার বার আটকে দিয়েছে।

জাভ নাইন গোষ্ঠীর সদস্যরা জর্ডান থেকে গাজাগামী সড়কগুলি রুদ্ধ করে গাজায় ত্রাণ সামগ্রী সরবরাহ বন্ধ করার চেষ্টা করেছে। পররাষ্ট্র দপ্তরের মতে গোষ্ঠীটি ত্রাণবাহী ট্রাকগুলির ক্ষতি সাধন করেছে এবং মানবিক সাহায্যগুলি রাস্তায় ফেলে দিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, “দূর্ভিক্ষের ঝুঁকি এড়াতে এবং গাজার মানবিক সংকট পরিহার করতে মানবিক সহযোগিতা পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

এই নিষেধাজ্ঞা আরোপের আগে ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যাতে সেই সব উগ্রবাদী ইসরায়েলি বসতিকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার অনুমতি দেয়া হয়েছে যারা পশ্চিম তীরে শান্তি ও স্থিতিশীলতার প্রতি “হুমকি” স্বরূপ।

মিলার বলেন, ১৩ মে জাভ নাইন গোষ্ঠীর সদস্যরা গাজা গামী দুটি ট্রাক পশ্চিম তীরে লুট করে এবং পুড়িয়ে ফেলে।

মিলার এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্র সেই সব গোষ্ঠীকে জবাবদিহিতার আওতায় আনবে যারা গাজায় মানবিক সাহায্য প্রেরণে বাধা দিবে এবং ইসরায়েলি সরকারকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আমরা প্রয়োজনীয় মানবিক সহায়তাকে লক্ষ্য করে অন্তর্ঘাত ও সহিংসতাকে মেনে নেবো না”। ভয়েস অফ আমেরিকা