News update
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     

লেবাননে ইসরায়েলের ভারী বোমাবর্ষণ ও স্থল হামলা অব্যাহত

সিএনএন সংঘাত 2024-10-04, 12:29pm

retretret-ff680f64cdf3da5296ce4426c7426b601728023353.jpg

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলির একটি এলাকায় বৃহস্পতিবার রাতে ইসরায়েলি বিমান হামলার পরে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। ছবি : এএফপি



লেবাননে ভারী বোমাবর্ষণ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাশাপাশি ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত হচ্ছে দেশটি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৈরুত, বেকা উপত্যকা ও লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে লেবানন থেকে ইসরায়েলে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

আইডিএফ জানায়, তারা রাতভর হিবুল্লাহর অবকাঠামো, অস্ত্রাগার, অন্যান্য স্থাপনা ও পর্যবেক্ষণ পোস্টসহ প্রায় ২০০ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে তিনটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়।

আইডিএফ বলেছে, তারা হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে আঘাত হেনেছে। অতি সম্প্রতি, আইডিএফ বৈরুত দক্ষিণাঞ্চলীয় শহরতলির বেশ কয়েকটি ভবনের বাসিন্দাদের সরে যেতে বলেছে। এরপরই সেখানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সিএনএনকে একজন যুদ্ধবিমান বিশেষজ্ঞ বলেন, লেবাননে ইসরায়েল যেভাবে বিমান হামলা করছে, এটি গত বছর গাজায় বোমাবর্ষণের প্রথম সপ্তাহের মতো তীব্র মাত্রায় হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে এক হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একটি মানবিক সাহায্য সংস্থা বলেছে, লেবাননের আশ্রয়কেন্দ্রগুলোতে উপচে পড়া জনসমাগম ঘটেছে।

হিজবুল্লাহ বলেছে, লেবাননের সীমান্তে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গোলাবর্ষণ করে তাদের প্রতিহত করছে। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের আরও ২৫টি গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ নিয়ে মোট ৭৬টি গ্রামের জন্য এ ধরনের নোটিশ জারি করা হলো৷ মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, লেবাননে ইসরায়েলের এই স্থল অভিযান কতদিন চলবে, তা স্পষ্ট নয়।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার বিষয়ে ইসরায়েল কীভাবে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্র ধারণা করছে না। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা এ তথ্য জানান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে বলেছেন, ইসরায়েল ইরানের তেলের ভান্ডারে হামলার বিষয় নিয়ে আমরা আলোচনা করছি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলাকে সমর্থন করেন না। 

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। আইডিএফ জানিয়েছে, হামলায় হামাসের নেতাসহ সশস্ত্র গোষ্ঠীটির স্থানীয় যোদ্ধাদের মৃত্যু হয়েছে।