News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

মাহমুদ আব্বাসকে ট্রাম্পের ফোন, কী কথা হলো?

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-11-09, 10:13am

15f171b8008f64de12bb3086863a71c640e79c8c27508ad0-47540916afbb40588698c401b5d886b21731125586.jpg




ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে তিনি গাজা যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন বলে জানিয়েছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্টের  কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে বলে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি সপ্তাহে কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ট্রাম্প। এই জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন আব্বাস। হোয়াইট হাউজে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন।

আব্বাস জানান, তিনি আন্তর্জাতিক বৈধতার ওপর ভিত্তি করে একটি ন্যায়সংগত ও সর্বাত্মক শান্তি অর্জনে ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

জবাবে আব্বাসকে ট্রাম্প জানান, তিনিও যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচারের জন্য ফিলিস্তিনি নেতাসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারে ইউক্রেনের মতো মধ্যপ্রাচ্যে ‘শান্তি’ ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি হোয়াইট হাউজে ফিরলে গাজায় ইসরাইল-হামাস এবং লেবাননে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করবেন বলে জোর দাবি করেছেন। কিন্তু কীভাবে এ যুদ্ধ বন্ধ করবেন, সে বিষয়ে কোনো কিছু বলেননি।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে অব্যাহত ইসরাইলি হামলায় গাজায় ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। এছাড়াও গাজার প্রায় ৮০ শতাংশ স্থাপনা মাটিতে গুড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী।

গাজা যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নেই। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। সময় সংবাদ