News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭১

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-01-03, 11:14am

rwrwrw-828d237f0d16ed2eec71dbe6309dddbd1735881268.jpg

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর হামলার পর ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনিরা। ছবি : এএফপি



যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের অবস্থানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৭১ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এ সময় ফিলিস্তিনি নিরীহ লোকজনকে লক্ষ্য করে ৩৪টি বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম। খবর এএফপির।

কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আবাসিক অবস্থানে ইসরায়েলি বাহিনী রাতভর হামলা চালায়। এসব হামলায় কমপক্ষে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার ফিলিস্তিনি মিডিয়া সেন্টার জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আজ-জাওয়াদিয়া এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সামিরিক বাহিনীর বোমাবর্ষণে ওমর আল-দুরাওই নামে একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে দুজন সাংবাদিককে হত্যা করল দখলদার ইসরায়েলিরা। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ২১৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছে।

এদিকে, ফিলিস্তিনি মানবাধিকার গ্রুপ আল-হক এক বিবৃতিতে জানিয়েছে, গাজার ফিলিস্তিনি অধিবাসীদের ওপর হামলা চালানো হচ্ছে ইসরায়েলি উচ্ছেদ অভিযানকে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে। এ কারণেই মানবিক ‘নিরাপদ’ এলাকাগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েল।

অন্যদিকে, জাতিসংঘ বলেছে, ইসরায়েলকে অবশ্যই গাজার চিকিৎসা অবকাঠামোগুলোতে হামলা চালানো বন্ধ করতে হবে। এক বিবৃতিতে এই বিশ্ব সংস্থাটি গাজার চিকিৎসা ব্যবস্থাকে লক্ষ্য করে ইসরায়েলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত ৪৫ হাজার ৫৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নিরীহ শিশু ও নারী। এ ছাড়া এই যুদ্ধে আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৪৩৮ জন ফিলিস্তিনি।