News update
  • Thousands of Gaza patients await urgent medical evacuation     |     
  • Sudan war fuels famine, health system ruined, millions move     |     
  • UN denounces deadly Palm Sunday attack in Ukraine     |     
  • Israeli attack puts Gaza City hospital out of service     |     
  • Tourists see first sunrise of Bengali year 1432 in Kuakata     |     

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪৬ হাজার

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-01-10, 8:28am

gaza-1-312f52c4ef31d964595bde3ebc9d20d81736476113.jpg




ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর হামলায় একদিনে কমপক্ষে ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে।

মেডিকেল সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

এ নিয়ে গত ১৫ মাস ধরে দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬ জনে। এ ছাড়া আহত বেড়ে হয়েছে ১ লাখ ৯ হাজার ৩৭৮ জনে।

যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকা থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ২০২৫ সালের প্রথম ৯ দিনে বর্বর ইসরায়েলি বাহিনী আনুমানিক ৪৯০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। যেখানে বেসামরিক নাগরিকদের প্রতিদিন ‘বেঁচে থাকার লড়াই’ করতে হয়।

এদিকে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেওয়ায় মার্কিন প্রতিনিধি পরিষদের প্রতি নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির থেকে ২৪৭ জন প্রতিরোধ যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে তিনি ‘আইন বহির্ভূত’ বলে অভিহিত করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।

ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।

ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।