News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ট্রাম্প-পুতিন ফোনালাপ : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে আলোচনা শুরুর ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-02-13, 11:43am

eew5325432-da7417dab56dfca38f37617b6fb2fd771739425410.jpg




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করতে একমত হয়েছেন। পুতিনের সঙ্গে ফোনালাপ শেষে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের এক পোস্টে এ কথা জানান ট্রাম্প। খবর বিবিসির। 

স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) এই দুই নেতার দীর্ঘ ফোনালাপ হয়। ট্রাম্পের ভাষ্য, ফোনালাপ ‘দীর্ঘ ও বেশ কার্যকর’ ছিল। দুই নেতার ফোনালাপ প্রায় ৯০ মিনিট স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন ক্রেমলিন। পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ করেন ট্রাম্প।

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের পোস্টে ট্রাম্প বলেন, তিনি ও রাশিয়ার প্রেসিডেন্ট অবিলম্বে আলোচনার শুরুর জন্য কাজ করতে সম্মত হয়েছেন। একইসঙ্গে তারা একে অপরকে আমন্ত্রণ জানিয়েছেন।

ট্রাম্প আরও লেখেন, ‘এখন এই হাস্যকর যুদ্ধ থামানোর সময় এসেছে। সেখানে বিপুল অপ্রয়োজনীয় মৃত্যু ও ধ্বংসযজ্ঞ হয়েছে। ঈশ্বর রাশিয়া ও ইউক্রেনের জনগণকে মঙ্গল করুন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলাপের পর ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লেখেন, ‘জেলেনস্কির সঙ্গে কথা বললাম। পুতিনের মতো তিনিও শান্তি চান।’ 

একই পোস্টে পুতিন আরও বলেন, আগামী শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করবেন। 

জেনেনস্কির অফিস জানায় ট্রাম্প ও জেলেনস্কির আলাপ প্রায় একঘণ্টা স্থায়ী হয়েছিল। 

ভলোদিমির জেলেনস্কি বারবার দাবি করছেন, ‘ইউক্রেনের উপস্থিতি ছাড়া ইউক্রেন নিয়ে কোনো আলোচনা হতে পারে না।’ তবে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের ফোনালাপটি তার অনুপস্থিতিতেই হয়েছে।

জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে ‘টেকসই ও নির্ভরযোগ্য শান্তি’ নিয়ে আলোচনা করেছেন। শান্তি রক্ষায় ইউক্রেনই বেশি আগ্রহী। যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে আমরা রুশ আগ্রাসন বন্ধ করতে এবং স্থায়ী ও নির্ভরযোগ্য শান্তি নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা যোগাযোগ বজায় রাখতে এবং আসন্ন বৈঠকের পরিকল্পনা করার বিষয়ে একমত হয়েছি।’

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই নেতা সরাসরি বৈঠক করতে সম্মত হয়েছেন। তারা এই বিষয়েও সম্মত হয়েছেন, মস্কো ও ওয়াশিংটনের একসঙ্গে কাজ করার সময় হয়েছে।

তবে পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের নির্দিষ্ট সময় উল্লেখ করেননি ক্রেমলিন।

তবে বুধবার বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা সৌদি আরবে সাক্ষাৎ করব।’ 

ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি না, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত হবে। ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়া অসম্ভব।’