News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

ইরানে এবার আদালতে সন্ত্রাসী হামলা, নিহত ৫

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-07-26, 7:19pm

07f57c7c54e4f9dda90f7e576046187c3ffd71fa2784c188-fb95d711f973997076d111f4713ab1101753535952.jpg




ইরানে আইআরজিসির ঘাঁটির পর এবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে একটি আদালত ভবনে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, শনিবার (২৬ জুলাই) সকালে জাহেদান শহরের প্রধান আদালত ভবনে অজ্ঞাত বন্দুকধারীরা এই সন্ত্রাসী হামলা চালায়। হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাথমিক তথ্য মতে, ৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। নিরাপত্তার বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জন সন্ত্রাসীও নিহত হয়েছে। জয়শ আল আদল নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

এর আগেও সিস্তান ও বালুচেস্তান প্রদেশের রাজধানী জাহেদানে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তের কাছে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে অস্থিরতা এবং বিক্ষিপ্ত সহিংসতা দেখা গেছে।

আদালতে হামলার আগে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে একজন নিহত ও আরেকজন আহত হন।

পশ্চিম আজারবাইজান ঘাঁটির আইআরজিসি জনসংযোগ প্রধান কর্নেল শাকের জানান, কয়েক ঘণ্টা আগে সারদাশতের আগলান গ্রামের কাছে আইআরজিসির ঘাঁটিতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে একজনকে হত্যা করে।