News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরাইলের গুলি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-11-17, 7:52am

e4f12464e947aa0cbc0a3e8a81bc060621dbc1ce1d7b25ae-1-99918870e19314bfdd753b5c27978b7c1763344335.jpg




লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল) অভিযোগ করেছে, ইসরাইল তাদের শান্তিরক্ষীদের উপর গুলি চালিয়েছে। রোববার (১৬ নভেম্বর) প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

শান্তিরক্ষীরা এক বিবৃতিতে জানায়, ‘আজ সকালে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের ভূখণ্ডে তাদের প্রতিষ্ঠিত একটি অবস্থানের কাছাকাছি মেরকাভা ট্যাঙ্ক থেকে ইউনিফিল শান্তিরক্ষীদের উপর গুলি চালায়। 

তাদের কর্মীদের কাছ থেকে প্রায় পাঁচ মিটার (৫.৫ গজ) দূরে ভারী মেশিনগানের গুলি এসে পড়ে।

এদিকে, ইসরাইলের দাবি, তাদের সৈন্যরা যারা ইউনিফিল সদস্যদের এর উপর গুলি চালিয়েছিল তারা খারাপ আবহাওয়ার কারণে তা করেছিল এবং জাতিসংঘের টহলকে ‘সন্দেহভাজন’ ভেবেছিল।

এদিকে, লেবাননের সেনাবাহিনী একটি বিবৃতিও জারি করেছে। তাতে বলা হয়েছে, ‘সেনা কমান্ড নিশ্চিত করে যে, তারা ইসরাইলি শত্রুদের চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন এবং তা বন্ধ করার জন্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে সমন্বয় করে কাজ করছে। তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া প্রয়োজন কারণ এটি একটি বিপজ্জনক বৃদ্ধির প্রতিনিধিত্ব করে।’

এর আগে সেপ্টেম্বরে, ইউনিফিল বলেছিল যে, ইসরাইলি ড্রোন দক্ষিণ লেবাননে তার শান্তিরক্ষীদের কাছে চারটি গ্রেনেড ফেলেছিল, যার মধ্যে একটি জাতিসংঘের কর্মী এবং যানবাহনের ২০ মিটার (২২ গজ) মধ্যে পড়েছিল।