News update
  • U.S. trade deficit drops 24% in Aug as tariffs reduce imports     |     
  • Belem countdown: Climate talks race to the finish     |     
  • 100 rooms of a colony burned to ashes in Gazipur     |     
  • BNP demands Returning Officers, Assistant ROs from EC’s staff     |     
  • Stocks extend gains as market sentiment turns brighter     |     

গাজায় ইসরাইলের ভয়াবহ বিমান হামলা, নিহত ২৮

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-11-20, 8:39am

733859515bec8d5cc8da9fd8a34c528cbdbc286120605b51-69367b0262a4b3ee0fbf23fec8add0611763606344.jpg




যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) উপত্যকাজুড়ে নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত ও ৭৭ জন আহত হয়েছেন।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজা সিটি থেকে আল জাজিরার হানি মাহমুদ জানান, অন্তত তিনটি এলাকায়  ইসরাইল হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি অঞ্চল, গাজা সিটির পূর্বাংশের শুজাইয়া এলাকার এক ব্যস্ত এলাকা যেখানে অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল এবং জেইতুন পাড়ার একটি ভবন।

তিনি বলেন, জেইতুনের ওই ভবনে হামলায় একই পরিবারের সবাইসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসব হামলায় গাজাজুড়ে আতঙ্ক আরও বেড়েছে।

আল জাজিরার প্রতিনিধি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজার বাসিন্দারা প্রতিদিনই ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। যুদ্ধ এখনও চলছে এবং চলমান সহিংসতার মধ্যেই ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছেন।

ইসরাইলি বাহিনীর অভিযোগ, ফিলিস্তিনিদের চলাচল অনুমোদিত ইয়েলো লাইন অতিক্রম করায় হামলা চালায় সেনারা। ইসরাইল আরও দাবি করে, খান ইউনিসে সেনাদের লক্ষ্য করে হামাসের সদস্যরা গুলি চালিয়েছিল। এর জাবাবে সেখানে বিমান হামলা চালানো হয়েছে।

ইসরাইলি হামলার আতংকের মাঝে মড়ার উপর খাড়ার ঘাঁ হয়ে দেখা দিয়েছে তীব্র ঠান্ডা। আশ্রয় শিবির ও এর আশপাশে শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছেন অস্থায়ী ঘড় ও তাঁবুতে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, ভেজা স্যাতস্যাতে পরিবেশে বসবাস করছে উপত্যকার প্রায় দুই তৃতীয়াংশ শিশু। এতে তাদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে।