
ভেনেজুয়েলার আইনপ্রণেতারা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশটির তেল খাতকে বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনায় প্রাথমিক সমর্থন দিয়েছেন। এই উদ্যোগ মার্কিন জ্বালানি খাতের বড় বড় কোম্পানিগুলোর ফিরে আসার পথ প্রশস্ত করছে, যা দেশটিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অন্যতম প্রধান দাবি ছিল। খবর বার্তা সংস্থা এএফপির।
নিকোলাস মাদুরোকে মার্কিন হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত করার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্যরা ‘ফার্স্ট রিডিংয়ে’ একটি বিল অনুমোদন করেছেন যা বেসরকারি কোম্পানিগুলোকে স্বাধীনভাবে তেল অনুসন্ধান ও উত্তোলনে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেবে।
যদি বিলটি পার্লামেন্টের ‘সেকেন্ড রিডিংয়ে’ গৃহীত হয়, তবে এর মাধ্যমে ভেনেজুয়েলার তেল খাতের ওপর কয়েক দশকের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাতিল হয়ে যাবে। ২০০০ সালের প্রথম দশকের মাঝামাঝি সময়ে মাদুরোর প্রয়াত মেন্টর সমাজতান্ত্রিক নেতা হুগো রাফায়েল চাভেজ দেশটির তেল খাতের ওপর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টিকে কঠোর করেছিলেন।
বিলটি পাসের উদ্যোগ নিয়েছেন মাদুরোর সাবেক ডেপুটি এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, যিনি ক্ষমতা গ্রহণের পর থেকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রদ্রিগেজের নেতৃত্বকে ‘খুবই শক্তিশালী’ হিসেবে অভিহিত করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলার তেলের একটি অংশ পেতে শুরু করেছে।
ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ আরও সমৃদ্ধ হবে এবং এর অর্থ হলো আমাদের ট্যাক্স কমে যাবে এবং তারা (ভেনেজুয়েলা) আরও ভালো করবে—ভেনেজুয়েলা আগের চেয়েও অনেক ভালো অবস্থানে পৌঁছাবে।’
বৃহস্পতিবার কারাকাসে আরও একটি পরিবর্তন লক্ষ্য করা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিকারাগুয়া ও হন্ডুরাসের সাবেক রাষ্ট্রদূত লরা এফ. ডগু-কে ভেনিজুয়েলায় নতুন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
এই পদক্ষেপকে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে।