News update
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     
  • Arakan Army frees 12 Bangladeshi fishermen     |     
  • A soothing respite: Rain in Dhaka after prolonged heatwave     |     

এফডিসিতে ইচ্ছেমতো প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2023-05-18, 8:05am

resize-350x230x0x0-image-223750-1684349837-248d325ac93944853a2f3032bf256f631684375511.jpg




বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রবেশে ‘নতুন শর্ত’ দিয়েছে কর্তৃপক্ষ। সাংবাদিকরা এখন ইচ্ছেমতো ক্যামেরা নিয়ে বিএফডিসিতে প্রবেশ করতে পারবেন না। অনুমতি পেলেই পাস নিয়ে ভেতরে যাওয়ার সুযোগ পাওয়া যাবে।

মঙ্গলবার বিএফডিসির এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করপোরেশনের সিটিজেন চার্টার বাস্তবায়নের লক্ষ্যে গত ২২ ফেব্রুয়ারি অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ক. যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মাণের আবেদন ফি ২৫০ টাকার বদলে ৩০০ টাকা নির্ধারণ করা হলো।

খ. সংবাদ গ্রহণের উদ্দেশ্যে মিডিয়ার ক্যামেরা প্রবেশ করলে অবশ্যই বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নিজস্ব লেটার হেডপ্যাডে আবেদন করতে হবে।

গ. নিরাপত্তা সংক্রান্ত সার্বক্ষণিক সেবার ক্ষেত্রে বিএফডিসিতে প্রবেশের সময় পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে গেট পাস ইস্যুর মাধ্যমে অধিক নিরাপত্তা জোরদার করতে হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।