News update
  • Tarique’s Flight Lands in Sylhet; Crowds Build at 300 Feet     |     
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     

এবার ব্যোমকেশ নির্মাণে সৃজিত মুখোপাধ্যায়

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2023-05-19, 9:02am

resize-350x230x0x0-image-223888-1684464135-77c6502c345f662ed078e3726e3cf8b91684465347.jpg




এবার ওটিটি প্ল্যাটফর্মের জন্য ব্যোমকেশ নির্মাণ করবেন সৃজিত মুখোপাধ্যায়। দীর্ঘদিন দিনে ধরেই ওটিটিতে নাম ভূমিকায় ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। এবার এর পরিচালনার দায়িত্ব পালন করবেন সৃজিত।

ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, সিরিজে অজিত ও সত্যবতীর চরিত্রে অভিনয় করবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-সোহিনী সরকার। এর আগেও পর্দায় সত্যবতীর চরিত্র আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

ইতোমধ্যেই সত্যবতী হিসেবে তার একটি জায়গা তৈরি হয়েছে দর্শকদের মাঝে, সেই কথা ভেবেই সোহিনীকে এই চরিত্রে বেছে নেওয়া হয়েছে।

ইতোমধ্যে উত্তরপ্রদেশে সৃজিতের ব্যোমকেশ ইউনিটের আউটডোর শ্যুটিং শুরু হয়েছে। চলতি মাসের শেষ থেকে রাজ্যের বিভিন্ন অংশে এই সিরিজের আরও কাজ হবে। এরপর কলকাতায় হবে এর বাকি কাজ।

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে সৃজিতের ব্যোমকেশ মুক্তি পাবে বলে জানা গেছে। সূত্র : নিউজ ১৮