News update
  • Walton installs country’s largest floating solar power plant     |     
  • Dhaka in heat trap; shining skyline overlooks viable designs     |     
  • Cyclone Montha forms in Bay, warning signal no. 2 issued     |     
  • Trump Heads to Japan Ahead of Key China Talks     |     
  • Walton Unveils Bangladesh’s Largest Floating Solar Plant     |     

Binge অরিজিনাল ওয়েব ফিল্ম “বাবা সামওয়ান’স ফলোয়িং মি” কাঁপালো স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ড ২৩

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2024-05-14, 1:09pm

fgsdgsg-6880e3cb556af0c71ee8197cc0a22a291715670601.jpg




দর্শকদের জনপ্রিয় এন্টারটেইনটেইনমেন্ট মাধ্যম Binge-এ শিহাব শাহিনের “বাবা সামওয়ান ইজ ফলোয়িং মি”, কাঁপালো স্বপ্নধরা বাংলাদেশ ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ২০২২-২৩-এর মঞ্চ। তিনটি ক্যাটাগরিতে এই Binge অরিজিনাল ওয়েব ফিল্ম জিতে নিয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, ও শ্রেষ্ঠ কাহিনীকার-এর খেতাব। Binge-এ রিলিজ পাওয়া এই ওয়েবফিল্ম, ইতিমধ্যেই কুড়িয়ে নিয়েছে দর্শকের হৃদয়। এই Binge অরিজিনাল ওয়েব ফিল্মটি আগামী ১৫ মে, কোন এক্সট্রা খরচ ছাড়াই দর্শকরা দেখতে পাবেন Binge ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।

Binge-এর হেড অফ কন্টেন্ট উম্মে খাইরুন ইসলাম (সুইজী) বলেন- “কন্টেন্ট লাভারদের জন্য শিহাব শাহিনের অ্যাওয়ার্ড জয়ী এই ফিল্মটি আনতে পেরে আমরা রোমাঞ্চিত। শিহাবের এই অনবদ্য অর্জন তাঁর ব্যতিক্রমি মেধা ও প্রয়াসের বহিঃপ্রকাশ।”

Binge সবসময় চেষ্টা করে দর্শকদের রুচির সাথে সামঞ্জস্য রেখে নতুন নতুন কন্টেন্ট উপহার দিতে। এরই ধারাবাহিকতায় BFDA Award পেয়েছে “Baba Someone’s Following Me”.  দর্শকের সাথে এই আনন্দ ভাগাভাগির জন্য Binge প্রথমবারের মতো ১৫ মে থেকে Binge-এর ইউটিউব ও ফেসবুকে দর্শক শ্রোতাদের জন্য এই রোমাঞ্চকর ওয়েব ফিল্মটি স্ট্রিম করার সুযোগ দিচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে। স্ট্রিমিং এর জন্য ভিজিট করুন: https://www.youtube.com/@BingeBangladesh