News update
  • ‘Very unhealthy’ air quality persists in Dhaka     |     
  • Customs duty on dates imports cut ahead of Ramadan     |     
  • NBR extends VAT exemption on Metro Rail services     |     
  • People eagerly await Tarique Rahman's homecoming Thursday     |     
  • Palm trees axed in Naogaon bypass for safety of electric line     |     

৫০০ কোটি বাজেটের ‘পুষ্পা ২’ সিনেমার ৩ দিনেই আয় ৫৫০ কোটি!

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2024-12-08, 3:09pm

puspa_2_poster-1462b70e380e9354d99b24772defa06c1733648979.jpg




৫০০ কোটি বাজেটে নির্মিত ‘পুষ্পা ২ : দ্য রুল’ মুক্তির আগেই বিভিন্ন মাধ্যম থেকে ১২০০ কোটি রুপি আয় করে ফেলেছিল। মুক্তির আগেই ধারনা ছিল, বক্স অফিসে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমাটি ঝড় তুলবে। হয়েছে সেটাই। 

সুকুমার পরিচালিত সিনেমাটি মুক্তির মাত্র ৩ দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৫৫০ কোটির বেশি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ভারতে প্রিমিয়ারের দিন ১০.৬৫ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি। এরপর মুক্তির প্রথম দিন বৃহস্পতিবার সিনেমাটি আয় করে ১৬৪ কোটি রুপি। দ্বিতীয় দিন শুক্রবার ৯৩.৮ কোটি রুপি আয় তুলে নেয়। তৃতীয় দিন শনিবার আয় করে ১১৫.৫৮ কোটি রুপি।

যার ফলে তিনদিনে ভারতে সিনেমাটির আয় ৩৮৩ কোটি রুপি। আর তিন দিনে বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৫৫০ কোটি রুপি।

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে। 

বলিউডভিত্তিক গণমাধ্যম কইমই এক প্রতিবেদনে দাবি করছে, সিমেমাটির দ্বিতীয় কিস্তিতে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন পারিশ্রমিক হাঁকিয়েছেন ৩০০ কোটি রুপি। যার ফলে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার খাতাম নাম লিখিয়েছেন আল্লু।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এবারের কিস্তিতে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা শ্রীবল্লীর চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি রুপি। আর ফাহাদ ফাসিল নিচ্ছেন ৮ কোটি রুপি। আর পরিচালক সুকুমার নিচ্ছেন ১৫ কোটি রুপি। 

সঙ্গীত পরিচালনার জন্য দেবী শ্রী প্রসাদকে পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি। বাকী ১২ কোটি রুপি খবর হয়েছে সিনেমাটোগ্রাফারসহ বাকি কাস্ট এবং কলাকুশলীরাদের জন্য।