News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

ঢাকায় রাশিয়ান হাউসে রাশিয়ান ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত

বিকেডি আবির, ঢাকা সিনেমা 2025-01-20, 2:12pm

rtwerewr-9820741fa7c1f4c622bdd124b8350e111737360731.jpg




ঢাকাস্থ রাশিয়ান হাউস আরকার স্টুডিও এবং রাশিয়ান নলেজ সোসাইটি কর্তৃক নির্মিত রাশিয়ান ১৬ জানুয়ারি  স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে। বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি যুব সংগঠনগুলোর জন্য এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে চারটি বৈচিত্র্যময় চলচ্চিত্র প্রদর্শিত হয়: "টেলস অফ আইলিন"; "হাউ মাল্টিন্যাশনাল রাশিয়া ওয়াজ ফর্মড"; "রাশিয়ান এগ্রিকালচারাল মেশিনারি-প্রোডাকশন গ্রোথ" এবং "স্মার্ট সিটি-সেফটি অ্যান্ড ইনোভেশন ফ্রম এনটেকলা"।

দর্শকরা প্রদর্শিত তথ্যচিত্রগুলোতে খুবই আগ্রহী ছিল, যেখানে রাশিয়ার জীবনযাত্রার বিভিন্ন দিক, এর প্রাকৃতিক সম্পদ, বৈজ্ঞানিক আবিষ্কার এবং সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আলোচনা করা হয়।