News update
  • Dhaka Quake Leaves 10 Dead and Hundreds Injured     |     
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     

ভূমিকম্পের সময় মতিঝিলের রাস্তায় শুটিং করছিলেন শাকিব, তারপর কী হলো?

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-11-22, 6:34am

9af9dfdc7b85bc1b46ed3d4535988e7308aa104f4ed5b1b2-23e733eb251407680758981d9a4575e71763771677.jpg




‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শিডিউল অনুযায়ী, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে মতিঝিলের দিলকুশা এলাকায় রাস্তায় তার শুটিং চলছিল। আর তখনই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ।

নতুন সিনেমার উত্তেজনাপূর্ণ একটি আন্দোলনের দৃশ্যের শুটিং চলছিল। পুলিশের কড়া নিরাপত্তায় অভিনয়শিল্পীরা হাতে রঙিন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে কণ্ঠে তুলেছিলেন বিক্ষোভের সুর। সবকিছু স্বাভাবিক গতিতেই চলছিল।

শাকিব তখন গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন। হাতে ধরা আয়নায় একবার চুল ঠিক করছেন, আবার মেকআপ আর্টিস্টের দিকে তাকিয়ে নিশ্চিত হচ্ছেন আলো–ছায়ায় তার চেহারা স্ক্রিনে কেমন আসবে।

নির্মাতার টিম দাঁড়িয়ে দৃশ্যটির টেকনিক্যাল ব্রিফিং দিচ্ছিল—কোন দিক থেকে শাকিব হাঁটবেন, কোথায় থামবেন, কোন সংলাপের আগে ক্যামেরা প্যান করবে ইত্যাদি। তখনই প্রথম দফায় কেঁটে ওঠে আশপাশের গাছপালা।

তারপরই দুলতে শুরু করে দালানগুলো। বহুতল ভবনগুলো থেকে ভেসে আসে কাচের ঝনঝন শব্দও। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শুটিং স্পটে।

কেউ চিৎকার করেন, দৌড়ে এক জায়গায় কেউ কেউ জড়ো হন, কেউ প্রিয়জনকে ফোন করেন, নায়কের বডিগার্ড নায়ককে ঘিরে ধরেন। তখন কেঁপে ওঠা সড়কে সোজা দাঁড়িয়ে শান্তভাবে শাকিব বলেন,

আরে, আমরা তো রাস্তায় আছি। ভয় পাবেন না কেউ। কেউ আতঙ্কিত হবেন না। সব ঠিক আছে।

নায়কের একটি কণ্ঠেই শুটিং স্পটে ফিরে এলো বড় স্বস্তি। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকত হতেইেআবার শুটিং শুরু হয় স্বাভাবিক গতিতে।

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। শাকিব ছাড়া সিনেমায় আরও রয়েছেন তানজিন তিশা, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীর মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। 

প্রসঙ্গত, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে দেশে অনুভূত হয় মধ্যম মাত্রার ভূমিকম্প। আবহাওয়া অধিদফতর বলছে, অনুভূত হওয়া এ ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৫.৭। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পনের তীব্রতা ছিল ৫ দশমিক ৫। যার কেন্দ্রস্থল ছিল নরসিংদী।