News update
  • Torch rallies in 5 northern dists for Teesta Master Plan execution     |     
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     
  • Bodies of three Bangladeshis killed in India's Tripura handed over     |     
  • Khaleda, Tarique invited to July Charter signing ceremony     |     
  • Climate adaptation could unlock millions of jobs, growth in BD     |     

সুখবর দিলেন মিথিলা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-01-29, 11:22pm

images-1-144cb8381aea8b7eb240d8c884e654951675012946.jpeg




দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে নিয়মিত কাজ করছেন। ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান তিনি।

মূলত তিনি ভালোবেসে অভিনয় করেন। আর এ ভালোবাসার কাজটি তাকে এনে দিয়েছে সম্মান-স্বীকৃতি।

সম্প্রতি শিহাব শাহীনের পরিচালনায় আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এর সিকুয়্যেলে থাকছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার সিরিজের নাম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। তাকে এখানে শায়লা চরিত্রে দেখা যাবে।

সিরিজটিতে এবার উঠে আসবে চট্টগ্রামের ইয়াবাসম্রাট অ্যালেন স্বপন থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূলহোতা হয়ে ওঠার জার্নি। ইতোমধ্যেই ৬ পর্বের এই সিরিজের শুটিং হয়েছে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে।

সিরিজটিতে মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান অভিনয়, সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণসহ আরও অনেকেই। তথ্য সূত্র আরটিভি নিউজ।