News update
  • Tarique wraps up 2nd phase of campaign with 6 rallies in 14 hrs     |     
  • Tigers return but deer on decline in Sundarbans     |     
  • Dhaka worst in global air pollution with very unhealthy AQI     |     
  • JICA, Milestone School sports festival to support students’ emotional recovery     |     
  • Bangladesh gold market breaks record as prices hit Tk 2.57 lakh per bhori     |     

‘রঙ পল্লী’ উদ্বোধন করলেন অপু বিশ্বাস

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-02-10, 4:38pm

resize-350x230x0x0-image-211403-1676023099-f944414dd79a64b8e6a9e6fdb84177081676025537.jpg




ধানমন্ডির রাপা প্লাজার নিচতলায় নতুন একটি ফ্যাশন হাউজ উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি, সিলেটি মনিপুরী, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়িসহ নানা ডিজাইনের শাড়ি নিয়ে করা নতুন এই ফ্যাশন হাউজের নাম ‘রঙ পল্লী’।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফ্যাশন হাউজটির উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন, উপস্থাপিকা বারিশা হক। এ ছাড়াও ছিলেন ‘রঙ পল্লী’ চার পার্টনার নুসরাত জাহান নিপা, মো. আমিনুর রহমান, মো. মোক্তার হোসেন ও মো. শাহজাহান সোহেল।

অপু বিশ্বাস বলেন, দেশীয় শাড়ির বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘রঙ পল্লী’র প্রথম শো-রুম এটি । ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ‘রঙ পল্লী’ পেজ অত্যন্ত জনপ্রিয়। ধানমন্ডি রাপা প্লাজার গ্রাউন্ড ফ্লোরে ১০ নম্বর শপে আপনারা সকলেই আমন্ত্রিত।

উদ্বোধন উপলক্ষে ১০-১২ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি, সিলেটি মনিপুরী, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়িসহ পছন্দের সব শাড়িতে থাকছে ২০% ডিসকাউন্টসহ আরও অনেক সারপ্রাইজ।

‘রঙ পল্লী’র অন্যতম পার্টনার মো. মোক্তার হোসেন বলেন, দেশীয় পণ্য নিয়ে কিছু করার একটা ইচ্ছা থেকেই আজ থেকে ৪ বছর আগে চার বন্ধুর হাত ধরে ‘রঙ পল্লী’র পথচলা শুরু হয়েছিল। নানা চড়াই-উৎরাই পেরিয়ে রং ছড়ানোর প্রত্যয়ে ‘রঙ পল্লী’ আজ ক্রেতাদের কাছে দেশীয় শাড়ির এক বিশ্বস্ত নামে পরিণত হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।