News update
  • Dhaka’s air again turns ‘unhealthy’ Thursday morning     |     
  • SC reinstates caretaker govt system in BD Constitution     |     
  • Bangladesh can't progress sans women’s safety online & offline      |     
  • U.S. trade deficit drops 24% in Aug as tariffs reduce imports     |     

অবশেষে কারামুক্ত নায়িকা মাহি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-03-18, 8:33pm

resize-350x230x0x0-image-216365-1679149654-36759a7ecf6408ad4a8d3ef7ba9e71af1679150011.jpg




দিনশেষে কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

শনিবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টায় গাজীপুর জেলা কারাগার থেকে কারামুক্ত হন তিনি। এদিন সকাল পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন নায়িকা।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুল করিম জানান, মাহিয়া মাহির জামিনের কাগজপত্র সন্ধ্যায় কারাগারে পৌঁছে। যাচাই বাছাই করে সত্যতা পাওয়া গেলে, রাত পৌনে ৮টায় তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে, বিকেলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুটি মামলায় মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেন। জামিন শুনাতিতে অংশ নেন নায়িকার পারিবারিক আইনজীবী অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার, আনোয়ার সাদত ও কামরুল হাসান। তথ্য সূত্র আরটিভি নিউজ।