News update
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     
  • Arakan Army frees 12 Bangladeshi fishermen     |     
  • A soothing respite: Rain in Dhaka after prolonged heatwave     |     

ফেসবুক লাইভে মাহি : আমি সর্বোচ্চ সম্মানিত হয়েছি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-03-19, 7:39am

resize-350x230x0x0-image-216395-1679173205-6f782659a80a80b8f79fe282ead5816c1679189949.jpg




নায়িকা মাহিয়া মাহি বলেছেন, আমার বিকেল ৪টায় জামিন হয়েছে। দিনটা সর্বোচ্চ বাজে ছিল। এই বাজে দিনেই আমি সর্বোচ্চ সম্মানিত হয়েছি।

শনিবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ কথা বলেন।

মাহি বলেন, আজকের এই দিনে রক্ষা করার মতো আমার পাশে কেউ ছিল না। মায়ের মতো স্নেহ দিয়ে যিনি আমাকে আগলে রাখলেন, যিনি আমাকে সেভ করলেন, যার নির্দেশে আমি ন্যায়বিচার পেয়েছি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কত ভালো মানুষ, তার অন্তরটা যে কত পবিত্র, তিনি যে কতটা মায়ের মতন, আমি তা বোঝাতে পারব না। আমি কথা গুছিয়ে বলতে পারছি না কিন্তু এই মানুষটার জন্য আমি সারাজীবন কোনো পদপদবি ছাড়াই কাজ করে যাব।

তিনি বলেন, আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের উচিত তাকে গভীরভাবে ভালোবাসা। এরকম মানুষ আমরা কখনোই পাব না। এরকম মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নেই। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে, আল্লাহ যেন আপনার আয়ু আমার মাথার চুল পরিমাণ দেন। আপনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন। আপনি সুস্থ থাকুন। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ, সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ। এই দিনটাতে সবাই আমাকে অনেক সাহায্য করেছেন।

সবাই আমার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী জন্য দোয়া করবেন। তিনি যতদিন থাকবেন আমরা ন্যায় বিচার পাব। আমরা সেভ থাকব। তার শুধু নলেজে যেতে হবে যেখানে অন্যায় হচ্ছে এতোটুকুই এনাফ।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় শনিবার (১৮ মার্চ) দুপুরে গ্রেফতার হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর তাকে দ্রুত সময়ের মধ্যে কারাগারেও পাঠানো হয়। তবে বিকালেই জামিন দেওয়া হয়েছে এ নায়িকাকে। তথ্য সূত্র আরটিভি নিউজ।