News update
  • BSF pushes in 14 Indians labelling them as Bangladeshis     |     
  • Explosion Tears Through Keraniganj Madrasa Classroom     |     
  • EC to Decide on Tarique, Zaima’s Voter List Entry     |     
  • Tarique Rahman Pays Tribute at Shaheed Osman Hadi’s Grave     |     
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     

বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-09-15, 5:35pm

resize-350x230x0x0-image-239858-1694776423-2fb13e8cb8e000ce0e2c50d912d82c6f1694777733.jpg




বিয়ে করেছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। কনে একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে জুম্মার নামাজের পর পরিবারের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষার্থী আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন তিনি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন তিনি।

আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জেতে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়মানের ঘনিষ্ঠজনেরা।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়মান-মুনজেরিনের বিয়ের কার্ড ছড়িয়ে পড়ে। যা নিয়ে ব্যাপক আলোচনা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।