News update
  • Leaders Gather with Xi at SCO Summit in Tianjin     |     
  • UN General Assembly Urged to Move to Geneva Amid Visa Denials     |     
  • Flotilla with Greta Thunberg on board sets sail for Gaza     |     
  • Hamas spokesman Abu Obeida killed in Gaza, Israel says     |     
  • About 80pc of judicial reform programme implemented: CJ     |     

তানজিন তিশাকে নিয়ে মুখ খুললেন শিল্পী সংঘের সভাপতি নাসিম

গ্রীণওয়াচ ডেক্স সেলিব্রিটি 2023-11-16, 5:39pm

resize-350x230x0x0-image-248173-1700127458-291a5fe7037cdee699550b26f5343b0b1700134785.jpg




কয়েক দিন আগেই আত্মহত্যা করে না ফেরার দেশে পাড়ি জমান প্রয়াত অভিনেত্রী হোমায়রা হিমু। যদিও তার মৃত্যু নিয়ে রয়েছে রহস্য। সেই রেশ কাটতে না কাটতেই এবার আত্মহত্যার চেষ্টা করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা।

এ বিষয়ে তিশার ঘনিষ্টজনরা জানান, (১৫ নভেম্বর) বুধবার মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে ঘনিষ্ট একজন বলেন, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক আছে। বেশ কিছু দিন ধরেই ঝামেলা চলছিল দুজনের মধ্যে। বুধবার রাতে ফারহানের উত্তরার বাসায় যান তিশা। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘনিষ্টজনরা আরও বলেন, পরে ঢাকা মেডিকেল থেকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে তিশাকে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এদিকে তানজিন তিশার ব্যাপারে অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম সংবাদমাধ্যমকে বলেন, মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে তানজিন তিশা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। তথ্য সূত্র আরটিভি নিউজ।