News update
  • Wealthy Nations Urged to Reduce Climate Debt Burden     |     
  • July Charter final recommendations Oct 15: Consensus Com     |     
  • UN to cut 25% of its global peacekeeping force for US funding strains     |     
  • Thakurgaon farmers happy as canal revives farmlands     |     
  • Trump says Israel, Hamas agree to 1st phase of his peace plan     |     

টিকটকের হেড অফিসে অপূর্ব

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-01-11, 12:45pm

3a748bd40af409c96b418ff3adb5e7315b792d40a7cba33d-065b6742a3aa18dd4f7be9634ff7d9401704955509.jpg




শোবিজের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন এই তারকা। বর্তমানে অবসর যাপনে দুবাইতে রয়েছেন তিনি। আর সেখানে টিকটকের প্রধান কার্যালয়ে ঘুরে ব্যাপক মুগ্ধ হয়েছেন অপূর্ব।

বুধবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুকে টিকটকের হেড অফিসের একগুচ্ছ ছবি শেয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন অপূর্ব।

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, দুবাইতে টিকটকের হেড অফিসে আসতে পেরে খুবই সম্মানিত বোধ করছি। আমার ছুটি শেষ করার জন্য এটি সেরা মুহুর্ত ছিল। তোমাদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লাগলো। সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা। আবার দেখা হবে।

ওই ছবিগুলোতে দেখা যায়, অপূর্বের পরনে রয়েছে কালো ব্লেজার এবং প্যান্ট। চোখে ম্যাচিং গ্লাস। টিকটকের হেড অফিসের ভেতরে নানান জায়গায় বেশ হাস্যোজ্জ্বলভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন এই অভিনেতা।

ছবিগুলো শেয়ার করা মাত্রই ১৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছেন অপূর্বের কমেন্টসবক্সে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত টেলিফিল্ম ‘পথে হলো দেরী’। মুক্তির পর বেশ আলোচিত ও দর্শকপ্রিয় হয়ে উঠেছে এটি। উঠে এসেছে ইউটিউবের ট্রেন্ডিংয়েও।

প্রসঙ্গত, চলতি বছরে মুক্তি পেতে পারে অপূর্ব অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমা ‘চালচিত্র’। এছাড়াও নতুন সিনেমা ও ওয়েবের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। দেশে ফিরেই যোগ দেবেন নতুন কাজে। তথ্য সূত্র আরটিভি নিউজ।